সংক্ষিপ্ত
আইপিএল ২০২২ (IPL 2022) গুরুত্বপূর্ণ ম্য়াচে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংস (RR vs PBKS)। পরপর দুটি ম্য়াচ হারের পর জয়ে ফিরতে মরিয়া সঞ্জু স্যামসনের দল। অপরদিকে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মায়াঙ্ক আগরওয়ালের দল।
আইপিএলে আজ আরও একটি সুপার স্যাটারডে। দুটি মেগা ম্য়াচের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট প্রেমিরা। প্রথম ম্য়াচে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংস। মরসুমের শুরুটা দুরন্ত করলেও শেষ দুটি ম্যাচ মুম্বই ও কেকেআরের কাছে হেরে একটু ধাক্কা খেতে হয়েছে সঞ্জু স্যামসনের দলকে। বর্তমানে ১০টি ম্যাচের মধ্যে ৬টি জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। অপরদিকে শেষ ম্যাচে গুজরাটের বিরুদ্ধে জয় পেলেও ধারাাহিকতার অভাব পঞ্জাব কিংস দলের প্রধান সমস্যা। বর্তমানে ১০টি ম্যাচের মধ্যে ৫টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে মায়াঙ্ক আগরওয়ালের দল। শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখতে আজকের ম্য়াচ জয় পেতে মরিয়া পঞ্জাব।
জয়ে ফিরতে মরিয়া রাজস্থান-
রাজস্থান রয়্যালস যে এবারের আইপিএলের সবথেকে শক্তিশালী দল সে বিষয়ে কোনও সন্দেহ নেই। প্রতিযোগিতার এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী জস বাটলার ও সর্বোচ্চ উইকেট শিকারী যুজবেন্দ্র চাহল দুজনই রয়েছে সঞ্জু স্য়ামসনেপ দলে। কিন্তু শেষ দুই ম্য়াচে অনেকটা ছন্দ পতন হয়েছে রাজস্থানের। লিগ টেবিলের একেবারে নীচে থাকা মুম্বই ও কেকেআরের কাছে হারতে হয়েছে। ব্য়াটিং লাইনআপে কেকেআরের বিরুদ্ধে রান পাননি জস বাটলার, দেবদূত পাড়িকল, করুণ নায়ার, রিয়ান পরাগরা। তবে সঞ্জু স্যামসন ও শিমরন হেটমায়ার রান পেয়েছিলেন। আদকের ম্য়াচে রানে ফিরতে মরিয়া রাজস্থান ব্যাটাররা। তবে বোলিং লাইনআপে ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ সেন, যুজবেন্দ্র চাহল, রবিচন্দ্রন অশ্বিনদের ফর্ম ভরসা দিচ্ছে দলকে। পঞ্জাবের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া রাজস্থান রয়্যালস।
টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে পঞ্জাব-
দিল্লির মতই পঞ্জাব কিংস দলের এবার আইপিলের প্রধান সমস্যা ধারাবাহিকতার অভাব। একটি জয় ও একটি হার এইভাবেই এখনও পর্যন্ত চলেছে মরসুম। গত ম্য়াচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে মায়াঙ্ক আগরওয়ালের দলের। গত ম্যাচে শিখর ধওয়ান, ভানুকা রাজাপক্ষ, লিয়াম লিভিংস্টোনদের ব্য়াট হাতে রানের মধ্যে থাকা অনেটাই আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের। মায়াঙ্ক আগরওয়াল বড় রান করার জন্য মুখিয়ে রয়েছে। জনি বেয়ারস্টোক ব্যাটে রানের খরা কিছুটা দুশ্চিন্তায় রেখেছে দলকে। বল হাতে দারুণ ফর্মে রয়েছেন কাগিসো রাবাডা, অর্শদীপ সিং, ঋষি ধওয়ানরা। সব মিলিয়ে টানা দ্বিতীয় জয় পেতে বদ্ধপরিকর পঞ্জাব কিংস।
পিচ রিপোর্ট-
রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংসের মধ্যে ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ওয়ামখেড়ে পিচ ব্যাটিং সহায়ক। তবে স্পিনাররাও কিছুটা সাহায্য পাবে উইকেট থেকে। দুপুরের খেলা হওয়ায় ডিউ সমস্যা থাকবে না। তাই টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তকেই সঠিক মনে করা হচ্ছে।
ম্য়াচ প্রেডিকশন-
সঞ্জু স্যামসন ও মায়াঙ্ক আগরওয়ালের দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা একার দৌলত ম্যাচের ভাগ্য নির্ধারিত করতে পারে। খাতায় কলমে দুই দলে ব্য়াটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলে কিছুটা এগিয়ে রয়েছে রাজস্থান রয়্যালস। শেষ দুটি ম্যাচ হেরে কিছুটা ব্য়াকফুটে রাজস্থান। অপরদিকে শেষ ম্যাচে জয় পেয়ে ফর্মে ফিরেছে পঞ্জাব। আজকের ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনাই বেশি। ফলে যেই দল টস জিতবে তাদেরকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃKKR vs LSG- লখনউয়ের বিরুদ্ধে ডু অর ডাই ম্য়াচ, কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ