সংক্ষিপ্ত

  • নিজের নতুন লুকের রহস্য উন্মোচন করলেন কপিল দেব
  • ভিভ রিচার্ডস ও ধোনিই কপিল দেবের নয়া লুকের অনুপ্রেরণা
  • তারাও একসময় মাথা কামিয়ে সম্পূর্ণ ব্যাল্ড লুক রেখেছিলেন
  • একটি টিভি চ্যানেলে এই কথা জানান প্রাক্তন ভারত অধিনায়ক
     

লকডাউনে নিজের নতুন লুক শেয়ার করেছিলেন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। একসময় ভারতীয় দলে কপিলের প্রাক্তন সতীর্থ চেতম শর্মা কপিল দেবের নতুন লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেই ছবিতে সম্পূর্ণ নতুন লুকে দেখা যায় হরিয়ানা হ্যারিকেনকে। নিজের সম্পূর্ণ মাথা কামিয়ে ফেলেছেন কপিল। সঙ্গে রেখেছেন দাড়িও। পরনে কালো স্যুট। কোনও বলিউড হিরোর থেকে কম লাগছে না কপিল দেবকে। সুপারস্টার রজনীকান্তের সিনেমা 'শিবাজি দ্যা বস'-এর লুকের সঙ্গেও কপিলের লুকের তুলনা করেছন কপিল ভক্তরা।  সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয় ছবি। 

আরও পড়ুনঃসময়ের আগেই চুক্তি শেষ করতে চলেছে কোয়েস, ইষ্টবেঙ্গলের স্পনসরহীন হওয়া সময়ের অপেক্ষা

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় নিজের শেষ টেস্টের জার্সি,ব্যাট, স্টাম্প নিলামে তুলছেন অ্যান্ডারসন

এবার সেই লুকের পেছনে রহস্য ফাঁস করলেন কপিল দেব। সম্প্রতি একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সেখানে বিভিন্ন কথার মাঝে সঞ্চালক কপিল দেবের নতুন লুকের প্রশংসা করেন। একইসঙ্গে এই লুকের পেছনে রহস্য জানতে চান। সেখানে হরিয়ানা হ্যারিকেন জানান, এই লুকের পিছনে তার দুজন হিরো রয়েছে। কপিল দেবের প্রথম হিরো হলেন স্য়ার ভিভ রিচার্ডস। ক্যারেবিয়ান তারকা নিজেও একসময় সম্পূর্ণ মাথা কামিয়ে দাঁড়ি রেখেছিলেন। সেই লুক পছন্দ ছিল কপিল দেবের। এছাড়া অপর কারণ হল ভারতের অপর বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০১১ বিশ্বকাপের মাথা কামিয়েছিলেন ধোনিও। ধোনির সেই লুকও হয়ছিল ভাইরাল। ধোনির লুক খুব পছন্দ হয়েছিল কপিল দেবেরও। ভিভ রিচার্ডস ও ধোনির লুকই কপিল দেবের নয়া লুকের অনুপ্রেরণা। তবে এতদিন সুযোগ হয়নি সেই লুক রাখার। লকডাউনে হাতে সময় তাকার কারণেই প্রয় হিরোদের লুকের আদলে নিজের চেহারা বদলে ফেলেলাম বলে জানিয়েছেন কপিল দেব। আইপিএলে ধোনির দল চেন্নাই সুপার কিংস শেয়ার করেছে কপিল দেবের সেই ভিডিও। ধোনি কপিল দেবের নয়া লুকের অন্যতম কারণ জানতে পেরে উচ্ছসিত সিএসকে ভক্তরা। শেয়ার করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। 

 

;আরও পড়ুনঃহরভজনের তৈরি বিশ্বের সেরা অফ স্পিনারদের তালিকা থেকে বাদ অশ্বিনের নাম