সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্য়াচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। জয় ফিরতে মরিয়া শ্রেয়স আইয়রের দল। অপরদিকে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য কেন উইলিয়ামসনের দল। ম্য়াচের আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
 

আইপিএল ২০২২ (IPL 2022)-এ শুক্রবার মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাাদ (Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad)। দিল্লি ক্যাপিটালসের হার থেকে শিক্ষা নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া দুই বারের আইপিএল চ্যাম্পিয়নরা।  একইসঙ্গে বাঙালির নবরর্ষে সমর্থকদের জয় উপহার দেওয়াই লক্ষ্য শ্রেয়স আইয়রের দলের। অপরদিকে প্রতিযোগিতার প্রথম দুটি  ম্যাচ পরপর হারের পর শেষ দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কেন উইলিয়ামসনের দল। আজকের ম্যাচে দুই দলের প্রথম একাদশে কোন কোন ক্রিকেটাররা সুযোগ পেতে চলেছে তা নিয়েও কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের। ম্যাচের আগে দেখে কেমন হতে পারে কেকেআর ও সানরাইজার্সের প্রথম একাদশ।

কেকেআর দলের সম্ভাব্য একাদশ-
আজকের ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে ওপেনিংয়ে থাকছেন ভেঙ্কটেশ আইয়র, অজিঙ্কের রাহানের পরিবর্তে সুযোগ পেতে পারেন অ্যারন ফিঞ্চ। দলের মিডল অর্ডারে থাকতে চলেছেন শ্রেয়স আইয়র (অধিনায়ক), নীতিশ রানা ও উইকেট রক্ষক-ব্য়াটসম্য়ান হিসেবে খেলতে পারেন শেলডন জ্যাকসন। স্যাম বিলিংসের জায়গায় খেলানো হতে পারে তাকে। দলে অলরাউন্ডার ও হার্ড হিটারের ভূমিকায় খেলতে চলেছেন আন্দ্রে রাসেল। স্পিন অ্যাটাকে খেলবেন কেকেআরে দুই মিস্ট্রি স্পিনার সুনীল নারিন, বরুণ চক্রবর্তী। দলে পেস বোলিং লাইনআপে থাকছেন প্য়াট কামিন্স, উমেশ যাদব ও রাসিখ সালাম। 

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ-
অপরদিকে আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে  সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশের ব্য়াটিংলাইনআপে ওপেনিংয়ে থাকতে পারেন কেন উইলিয়ামসন (অধিনায়ক) ও অভিষেক শর্মা। মিডল অর্ডারে খেলবেন রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরান (উইকেট  রক্ষক), আইডেন মার্করাম। দলে অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে শশাঙ্ক সিং ও  জগদীশা সুচিত। চোটের কারণে ওয়াশিংটন সুন্দর না থাকায় স্পিন অ্যাটাকের দায়িত্বও থাকছে সুচিতের উপর । হায়দরাবাদের পেস অ্য়াটাকে খেলার সম্ভাবনা মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন,উমরান মালিকের।

প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাববাদের ম্যাচ হতে চলেছে মুম্বইয়ের ব্রাবোন স্টেডিয়ামে। সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে। তবে দুই দলের ব্যাটিং ও বোলিং লাইনআপের শক্তি , ভারসাম্য ও গভীরতা বিচার করলে কেকেআরকে কিছুটা এগিয়ে রাখতেই হবে। তাই আজকের ম্য়াচে টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টির ঠিকই, তারপরও ক্রিকেট বিশেষজ্ঞদের মতে কেন উইলিয়ামসনের দলের থেকে ম্যাচ জেতার সম্ভাবনা বেশি শ্রেয়স আইয়রের দলের। 

আরও পড়ুনঃহায়দরাবাদের বিরুদ্ধে কেকেআর দলে থাকতে পারে একাধিক চমক, দেখে নিন সম্ভাব্য একাদশ

আরও পড়ুনঃনববর্ষের দিনই ম্যাচ, মাঠে নামার আগে জমিয়ে বাঙালিয়ানা ও সেলিব্রেশন মুডে কলকাতা নাইট রাইডার্স