সংক্ষিপ্ত

প্রথম ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড (England)। অপরদিকে শ্রাীলঙ্কার বিরুদ্ধে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ (Bangladesh)। বুধবার আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১-এর (ICC T20 World Cup 2021) গুরুত্বপূর্ণ ম্য়াচে মুখোমুখি ইংল্যান্ড বনাম বাংলাদেশ (England vs Bangladesh)।  দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া ইয়ন মর্গ্যান (Eoin Morgan) ও  মহম্মদুল্লাহর (Mahmudullah) দল।

বুধবার আইসিসি টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2021) গুরুত্বপূর্ণ ম্য়াচে মুখোমুখি ইংল্যান্ড বনাম বাংলাদেশ (England vs Bangladesh)। একদিকে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দুরমুশ করে দুরন্তভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইয়ন মর্গ্যানের (Eoin Morgan)দল। অপরদিকে, শ্রীলঙ্কার ব্যাটিংয়ে ভালো পারফর্ম করলেও বোলারদের ব্যর্থতায় প্রথম ম্য়াচে হারতে হয়েছে মহম্মদুল্লাহর (Mahmudullah)দলকে। একদিকে দ্বিতীয় ম্যাচ জিতে জয়ের ধারা বজায় রাখা ও সেমি ফাইনালের দিকে আরও এক ধাপ এগোনো লক্ষ্য ব্রিটিশ লায়ন্সদের (British Lions)। অপরদিকে, দ্বিতীয় ম্যাচ জিতে প্রতিযোগিতায় লড়াইয়ে থাকতে মরিয়া বাংলা টাইগার্সরা (Bengal Tigers)।

আত্মবিশ্বাসী ইংল্যান্ড-
প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে অল আউট করে শুধু ম্য়াচ জেতাই নয়, ২০১৬ টি২০ বিশ্বকাপ ফাইনাল হারের বদলাও নিয়েছে ইংল্যান্ড। ম্যাচে ইংল্য়ান্ড দলের বোলিং লাইনআপের দুরন্ত পারফরমেন্স দলেক অনেকটাই স্বস্তি দিয়েছে। আদিল রাশিদ, মঈন আলি, তাইমাল মিলস, ক্রিস জর্ডান, ক্রিস ওকসরা সকলেই ভালো বোলিং করেছিলেন। তবে ব্য়াটিং লাইনআপ নিয়ে কিছুটা রয়েছে টিম ম্য়ানেজমেন্টের। কারণ ৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। শুধু মাত্র জস বাটলার ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছিলেন।  তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে রানে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী জেসন রয়, জনি বেয়ারস্টো, মইন আলি, লিভিংস্টোন সহ অধিনায়ক মর্গ্যান। 

আরও পড়ুনঃসম্পূর্ণ পাল্টে যেতে পারে প্রতিযোগিতা, ১০ দলের IPL-এ আসতে পারে একাধিক পরিবর্তন, জানুন বিস্তারিত

জয়ে ফিরতে মরিয়া বাংলাদেশ-
অপরদিকে, প্রথম ম্যাচে হার থেকে দ্বিতীয় ম্য়াচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ে ফিরতে অনুশীলনে যাবতীয় ভুল-ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্য়াচে মহম্মদ নইম, মুফিকুর রহিমদের রানে ফেরা যেমন স্বস্তি দিয়েছে দলকে, তেমনই বোলিং বিভাগে নাসুম আহমেদ, মহম্মদ  সইফুদ্দিন, মুস্তাফিজুর রহমানদের ব্যর্থতা চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। শাকিব ছাড়া শ্রীলঙ্কার বিরুদ্ধে কেউই আটোসাটো বোলিংয়ের পাশাপাশি উইকেট তুলতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া মহম্মদুল্লাহর দল। ইংল্যান্ড কঠিন প্রতিপক্ষ হলেও লড়াইয়ের জন্য প্রস্তুত বাংলাদেশ।

আরও পড়ুনঃT20 WC 2021, PAK vs NZ- টানা দ্বিতীয় জয় পাকিস্তানের, নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারাল বাবর আজমরা

আরও পড়ুনঃT20 WC 2021- কার বউ বেশি গ্ল্যামারস ও হট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের স্ত্রীরা টক্কর দেন একে অপরকে, দেখুন ছবি

ম্যাচ প্রেডিকশন-
প্রথম ম্যাচে যেভাবে দাপটের সঙ্গে জয় পেয়েছে ইংল্যান্ড তাতে দ্বিতীয় ম্যাচে মনোবলের দিক থেকে কিছুটা অ্যাডভান্টেজ পাবে ইংল্যান্ড দল। অপরদিকে বাংলাদেশ কিছুটা পিছিয়ে থেকে শুরু করলেও দলের স্পিন বিভাগ কিন্তু যথেষ্ট শক্তিশালী। দুই সামগ্রিক শক্তির বিচার করলে ইংল্যান্ড কিছুটা এগিয়ে। তবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তবে ইংল্যান্ড দলকেই বুধবারের ম্যাচে কিছুটা এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

YouTube video player