সংক্ষিপ্ত

  • শনিবার করোনা মোকাবিলায় সাহায্য়ের হাত বাড়িয়েছিলেন সুরেশ রায়না
  • সরকারের তহবিলে ৫২ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান
  • সুরেশ রায়নার উদ্যোগকে সাধুবাদ জানালোন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • সোশাল সাইটে প্রধানমন্ত্রী লিখলেন 'এটা একটা অসাধারণ ফিফটি'
     

শনিবার করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সামিল হয়েছিলেন ক্রিকেটার সুরেশ রায়না। দেশের বিপদের দিনে এগিয়ে এসে ৫২ লক্ষ টাকা অনুদান করেছিলেন ভারতীয় দলের একসময়কার তারকা বাঁ-হাতি ব্যাটসম্যান। নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করে চেন্নাই সুপার কিংসের সহ অধিনায়ক জানিয়েছিলেন, প্রধান মন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে ৩১ লক্ষ টাকা অনুদান করেছেন ও ২১ লক্ষ টাকা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর তহবিলে অনুদান করেছেন তিনি। রায়নার এই উদ্যোগের পরই তাকে সাধুবাদ জানান বিশ্ব জুড়ে রায়নার অনুগামীরা। এবার রায়নার প্রশংসা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃফের করোনা মোকাবিলায় ৩২ কোটি টাকা দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আরও পড়ুনঃকরোনা যুদ্ধে ২৫ কোটি টাকা দান অক্ষয় কুমারের, রিয়েল লাইফ হিরো বললেন হার্দিক পান্ডিয়া

বিশ্ব জুড়ে অব্যাহত প্রাণ পিপাসু ভাইরাস করোনার দাপট। ভারতেও নিজের মারণ থাবা ক্রমশ আরও বিস্তার করছে কোভিড ১৯ ভাইরাস। ইতিমধ্যেই ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৫ জনের। সংক্রমণ ছড়ানো থেকে রুখতে দেশ জুড়ে ২১ দিনের লক ডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। পিছিয়ে নেই ক্রীড়া ব্যক্তিত্বরা। ক্রিকেটার, ফুটবলার থেকে অ্যাথলিট সকলেই নিজেদের সাধ্য মত সরকারি তহবিলে অনুদান দিয়ে সামিল হচ্ছেন করোনা যুদ্ধে। সেই যুদ্ধে ৫২ লক্ষ টাকা দেওয়ায় রায়নার উদ্যগে খুশি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের ট্যুইটারে প্রধানমন্ত্রী লেখেন,'এটা একটা অসাধারণ ফিফটি'।

 

 

দিন কয়েক আগেই পুত্র সন্তানের বাবা হয়েছে সুরেশ রায়না। এর আগে একটি কন্যা সন্তাও রয়েছে রায়নার। আপাতত সুস্থ রয়েছেন রায়নার স্ত্রী ও নবাগত সন্তান। সোশাল মিডিয়ায় নবাগত পুত্র সন্তানের সঙ্গে ছবিও শেয়ার করেছিলেন সুরেশ রায়না। এবার দেশ জুড়ে করোনা আতঙ্কের মধ্যে ৫২ লক্ষ টাকা অনুদান দিয়ে নিজের মানবিক দিকেরও পরিচয় দিলেন আইপিএলের অন্যতম সেরা ব্যাটসম্যান। করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এর আগে ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে অনেকেই দান করেছেন। ৫০ লক্ষ টাকা দান করেছেন সচিন তেন্ডুলকর। সমান অঙ্কের আর্থিক সাহায্য করেছেন প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। ১০ লক্ষ টাকা দান করেছেন ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধু। শুধু ক্রীড়াবিদরাই নন, এগিয়ে এসেছে ক্রীড়া সংস্থাগুলোও। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড করোনা তহবিলে ৫১ কোটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় ৩০ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত ইষ্টবেঙ্গল ক্লাবের