সংক্ষিপ্ত

  • সরকারের ঘোষিত চতুর্থ দফার লকডাউনে ছাড় দেওয়া ক্রীড়া ক্ষেত্রে 
  • স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্সগুলি খোলার অনুমতি দেওয়া হয়
  • তারপরই জল্পনা শুরু হয় তাহলে কী অনুশীলনে নামে চলেছে টিম ইন্ডিয়া
  • সুরক্ষার কথা ভেবে সে সম্ভাবনা এখনও নে বলে জানিয়ে দিল বিসিসিআই
     

শেষ হয়েছে তৃতীয় দফার লকডাউনের মেয়াদ। ইতিমধ্যেই করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশ জুড়ে জারি করা হয়েছে চতুর্থ দফার লকডাউন। যার মেয়াদ ৩১ মে পর্যন্ত।  স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে লকডাউনের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে রবিবার। চতুর্থ দফার লকডাউনে বেশ কিছু বিধি নিষেধ শিথিল করা হয়েছে। তার মধ্যে রয়েছে খেলাধুলা সম্পর্কিত বিষয়ও।  স্বরাষ্ট্রমন্ত্রকের ঘোষণা, শর্তসাপেক্ষে সমস্ত স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স খুলে দেওয়া হবে খেলোয়াড়দের ট্রেনিংয়ের জন্য। যদিও দর্শক সমাগমে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আগের মতোই। নির্দেশিকায় এটাও স্পষ্ট করে দেওয়া আছে যে, খেলাধুলো সংক্রান্ত যে কোনও জমায়েত আপাতত নিষিদ্ধ। খালি গ্যালারিতে প্রতিযোগিতামূলক খেলাধুলো আয়োজন করা যাবে কিনা, তা নিয়ে অবশ্য আলাদা করে কোনও কিছু উল্লেখ করা হয়নি। 

আরও পড়ুনঃকাশ্মীর ভারতের ছিল,আছে ও থাকবে,আফ্রিদিকে জবাব শিখর ধওয়ানের,মুখ খুললেন যুবরাজও

চতুর্থ দফার লকডাউনে ক্রীড়া ক্ষেত্রে শিথিলতার পরই জল্পনা শুরু হয়ে যায় তাহলে কী এবার ভারতীয় ক্রিকেট দলের অনুশীলন শুরু করতে চলেছে বিসিসিআই।  এত দিন ক্রিকেটাররা গৃহবন্দি অবস্থায় নিজেরা যতটা সম্ভব ট্রেনিং করেছেন। কিন্তু সে সব মূলত ফিটনেস ট্রেনিং। কিন্তু নিয়ম শিথিল হলেও এখনই টিম ইন্ডিয়ার কোনও ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হবে না। বিজ্ঞপ্তি মারফৎ স্পষ্ট করে দিল বিসিসিআই। তবে ইঙ্গিত দেওয়া হল স্থানীয় ভিত্তিতে কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের ব্যক্তিগত ট্রেনিংয়ের ব্যবস্থা করা যেতে পারে রাজ্য সরকারগুলির নির্দেশিকা খতিয়ে দেখার পর। বোর্ডের তরফে এও জানিয়ে দেওয়া হয় যে, অনুমোদিত রাজ্য সংস্থাগুলির সঙ্গে অলোচনার পরেই সুনির্দিষ্ট কোনও পরিকল্পনা ছকা হবে ক্রিকেটারদের স্থানীয় পর্যায়ে স্কিল ভিত্তিক ট্রেনিংয়ের জন্য। কারণ নিয়মের সামান্য শিথিলতারল জন্য প্লেয়ারদের নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তারা। প্লেয়ার, কোচদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি সবথেকে আগে বলে বারবার জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফে। পরিস্থিতি আরও কিছুটা স্বাভাবিক হওয়ার পর ফের আলোচনায় বসবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গহীত হবে কবে থেকে শুঘু ফিটনেস ট্রেনিং নয়, ব্যাট বল হাতে পুরো দস্তুর অনুশীলনে নামতে পারবেন বিরাট ককোহলি, রোহিত শর্মা, শিখর ধওয়ান, জশপ্রীত বুমরা, মহম্মদ শামিরা।

আরও পড়ুনঃমধ্যরাতে বুন্দেশলিগায় মুখোমুখি লেভারকুসেন ও ওয়ার্ডার ব্রেমন

আরও পড়ুনঃজীবনের আনন্দ নিয়ে ফিরেছে ফুটবল,কিন্তু উল্লাসে বাড়ছে আতঙ্ক