সংক্ষিপ্ত

শারজায় আজ পঞ্জাব  বনাম হায়দরাবাদ। দুই দলই লিগে চেবিলের একেবারে নীচে রয়েছে। পঞ্জাবের কাছে আজকের ম্যাচ ডু অর ডাই, সানরাইজার্সের কাছে সম্মানের লড়াই।

আইপিএলের (IPL) আজ ডবল হেডারে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কেএল রাহুলের (KL Rahul) পঞ্জাব কিংস (Panjub Kings) ও কেন উইলিয়ামসনের (Kane Williamson) সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। শারজার ছোট মাঠে বিগ স্কোরিং ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। কিন্তু বর্তমানে আইপিএল ২০২১-এর (IPL 2021) লিগ টেবিলে খুব একটা ভালো জায়গায় নেই দুই দলই। ৯ ম্যাচে ৩টি জিতে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে পঞ্জাব। অপরদিকে, ৮টির মধ্যে একটি ম্য়াচ জিতে লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে সানরাইজার্স। আজকের ম্য়াচে জয়ে ফেরাই লক্ষ্য দুই দলের।

 

 

একদিকে প্লে অফের আশা জিইয়ে রাখতে হলে এখন থেকে প্রতিটি ম্য়াচ ডু অর ডাই। অপরদিকে প্লেয়ার আশা খুব একটা না থাকলেও, সম্মানরক্ষার্থে জয়ে ফিরতে মরিয়া হায়দরাবাদে। আজকের ম্য়াচে টস ভাগ্য সাথ দেয়নি কেএল রাহুলের। টস জেতেন সানরাইজার্স অধিনায়ক কেব উইলিয়ামসন। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শারজার ছোট মাঠে রান দেখে সেই মতো চেজ করার পরিকল্পনা সাজানো ও পরের দিকে ডিউ ফ্যাক্টারের সুবিধা নিতেও বোলিংয়ের সিদ্ধান্ত কেন উইলিয়ামসনের। 

 

আরও পড়ুনঃউষ্ণতার ছোঁয়া পরতে পরতে, দিল্লি ক্যাপিটালস তারকার বান্ধবীকে দেখলে ঘাম ঝড়তে বাধ্য

আরও পড়ুনঃIPL 2021, RCB vs CSK - উরুর উপর স্কার্ট উঠছে তো উঠছেই, ছোট্ট পোশাকে মাঠে এসে ট্রোলড চাহালের বউ

আরও পড়ুনঃব্রালেটে ঠিকরে বেরোচ্ছে ক্লিভেজ, চরম উষ্ণতম ছবি শেয়ার করে নেটিজেনদের তোপের মুখে হাসিন জাহান

আজকের ম্য়াচে পঞ্জাব দলে মোট তিনটি পরিবর্তন হয়েছে। দলে ফিরেছেন ক্রিস গেইল, ন্য়াথান এলিস ও রবি বিষ্ণোই। পঞ্জাব কিংস দলের ব্যাটিং লাইনে রয়েছেন কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দীপক হুডা, আইডেন মার্করাম, অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন ন্যাথান এলিস। বোলিং লাইনে রয়েছেন রবি বিষ্ণোই, মহম্মদ শামি, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং। অপরদিকে, সানরাইজার্স দলের ব্যাটিং লাইনে আছেন ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ঋদ্ধিমান সাহা, মণীশ পাণ্ডে, কেদার যাদব। অলরাউন্ডারের ভূমিকায় রয়েছেন জেসন হোল্ডার, আবদুল সামাদ। বোলিং লাইনে থাকছেন রাশিদ খান, ভূবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খালিল আহমেদ।

YouTube video player