সংক্ষিপ্ত

  • অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হিসাবে ভালো কাজ করছেন পাইন
  • অজি অধিনায়ক হিসাবে আর নাও দেখা যেতে পারে স্মিথকে
  • অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব নিতে ইচ্ছুক নন স্মিথ, বলছেন ল্যাঙ্গার
  • ব্যাটসম্যান স্মিথের সুখ্যাতি করলেন অজি কোচ ল্যাঙ্গার

অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হিসাবে ফের একবার স্টিভ স্মিথকে দেখা যাবে কি না সেই নিয়ে এবার সংশয় প্রকাশ করলেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। চলতি বছর মার্চ মাসের পর এক বছরের নির্বাসন শেষ হয়েছে অজি অধিনায়ক স্টিভ স্মিথের। বল বিকৃতী কাণ্ডের জেরে নির্বাসনে যেতে হয়েছিল স্মিথকে। একই সঙ্গে অধিনায়কত্বেও এক বছরের বাড়তি নির্বাসনে রয়েছেন স্মিথ। তবে সেই নির্বাসন কেটে গেলেও, অধিনায়ক হিসাবে ফেল দলের দায়িত্ব নেবেন কি না স্মিথ সেই নিয়ে নিশ্চিত নন কোচ ল্যাঙ্গারও। তবে অধিনায়কের দায়িত্বে ফের ফিরতে চাননা স্মিথ, এমনটাই দাবি ল্যাঙ্গারের।

আরও পড়ুন, বিরাটের কথার মান রাখলেন ঋদ্ধি, প্রমাণ করলেন তিনিই সেরা

স্মিথকে নিয়ে ল্যাঙ্গার বলেন, 'আমার সঙ্গে স্মিথের সম্পর্ক খুব ভালো। শেষ ১৮ মাস ধরে ওর সঙ্গে বেশ ঘনিষ্ঠ ভাবেই পাশে রয়েছি। তবে অধিনায়ক হিসাবে ফেরার কোনও রকম ইচ্ছা প্রকাশ স্মিথ করেনি। আর আগামী দিনে অধিনায়ক হিসাবে ফিরবে কি না সেই নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এই মুহূর্তে নিজের ব্যাটিংয়ের ওপরই ধ্যান দিতে চান স্মিথ। তাই বাড়তি দায়িত্ব দিতে এই মুহূর্তে নিতে নারাজ স্মিথ।'

আরও পড়ুন, ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের মাঝেই শর্ট স্কোয়ার লেগে দুরন্ত ক্যাচ ভিভিএস লক্ষ্মণের

স্মিথের অধিনায়কত্ব যাওয়ার পর থেকে দলের দায়িত্ব সামলাছেন অজি ক্রিকেটার টিম পাইন। অধিনায়ক হিসাবে এই মুহূর্তে ভালো ভাবেই চালনা করছেন অজি দলকে। একই সঙ্গে জাতীয় দলে ফেরার পর ভালো পারফর্ম করেছেন স্টিভ স্মিথও। ব্যাট হাতে নিজের সেরাটা দিয়েছেন তিনি। এই বিষয় নিয়ে ল্যাঙ্গার বলেন, 'পাইন নিজের কাজটা দারুণ ভাবে করছে। দলকে পরিচালনা থেকে শুরু করে বোঝা-পরা সবটাই খুব ভালো পেইনের। পাশাপাশি স্মিথ এই সময়ে দারুণ ফর্মে রয়েছে। ব্যাট হাতে আরও ভালো করবে ও।'