সংক্ষিপ্ত

এশিয়া কাপে (Asia Cup) চূড়ান্ত ব্যর্থ হয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) দলও ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। এবার সুনীল গাভাসকর (Sunil Gavaskar) বললেন কোন ক্রিকেটার হতে পারে বিশ্বকাপে ভারতের ম্যাচ উইনার। 

এশিয়া কাপের ব্যর্থতা  অতীত। এখন পাখির চোখ টি২০ বিশ্বকাপ। সোমবার টি২০ বিশ্বকাপের দলও ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৫ জনের দল ও ৩ জনকে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে বিসিসিাই। টি২০ বিশ্বকাপের দলে কোন কোন ক্রিকেটার ভারতকে সাফল্য এনে দিতে পারে তা নিয়েও আলোচনা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই আসরে নামলেন এবার কিংবদন্তী সুনীল গাভাসকরও। আর ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্য়াটের বিশ্বযুদ্ধে সুনীল গাভাসকর বাজি ধরছেন দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। 

১৯৮৫ সালে বেনসন অ্যান্ড হেজেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন অলরাউন্ডার রবি শাস্ত্রী। এবারও অস্ট্রেলিয়ার মাটিতে হার্দিক পান্ডিয়ার টিম ইন্ডিয়ার প্রধান ম্যাচ উইনার হয়ে উঠতে পারেন বলে মনে করেন সুনীল গাভাসকর। তিনি বলেন,'১৯৮৫ সালে রবি যা করেছিল ভারতের জন্য, আমার মনে হয় এ বার হার্দিক সেটা করার ক্ষমতা রাখে। রবি সে বার ব্যাটিং, বোলিং দুটোই ভাল করেছিল। বেশ কিছু ক্যাচও নিয়েছিল। হার্দিকের ক্ষমতা আছে এগুলো করার। মিড অফে যে ভাবে দৌড়ে ফিল্ডিং করে ও সেটা ভুললে চলবে না। এক থ্রোয়ে উইকেট ভাঙা হোক বা ক্যাচ নেওয়া হার্দিক যথেষ্ট পারদর্শী। শুধু ব্যাটিং বা বোলিং দিয়ে নয়, হার্দিক ম্যাচ ঘুরিয়ে দিতে পারে ফিল্ডিং দিয়েও।'

এর আগে এশিয়া কাপে ভারতীয় দলের খারাপ পারফরম্য়ান্সের পর সুনীল গাভাসকর অত্যাধিক পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করে সেট টিম খেলানোর পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন,এক দল দীর্ঘ দিন ধরে খেলে তখন ক্রিকেটারদের মধ্যে ভাল বোঝাপড়া তৈরি হয়। পরীক্ষা-নিরীক্ষা করার মধ্যে কোনও ভুল নেই। কিন্তু সেটা করতে গিয়ে বার বার দল পরিবর্তন করা হচ্ছে। কোনও ক্রিকেটার দলের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। তার আগেই সেই ক্রিকেটারের জায়গায় অন্য কেউ চলে আসছে। তাই এই সমস্যা হচ্ছে।' এছাড়া বিশ্বকাপ তার নিয়ে চিন্তার কথা গোপন না করে সঙ্গে কী করতে হবে তাও বলেছেন গাভাসকর। তার মতে,'একটু চিন্তা হচ্ছে। তবে এখনও সময় আছে। আমি ম্যানেজমেন্টকে বলব, অস্ট্রেলিয়ায় যে দল বিশ্বকাপ খেলতে যাবে সেই দলকেই যেন দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলানো হয়। তা হলে অন্তত কয়েকটা ম্যাচ হাতে পাওয়া যাবে। এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ায় অতিরিক্ত দু’তিন দিন পাবে রোহিতরা। সেই কয়েক দিন বিশ্রাম করে বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দেওয়া উচিত ওদের।'

এক ঝলকে দেখে নিন টি২০ বিশ্বকাপে ভারতীয় দল-
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলী, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ড্য, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল এবং অর্শদীপ সিংহ। স্ট্যান্ডবাই ক্রিকেটার- মহম্মদ শামি, শ্রেয়স আয়ার, রবি বিষ্ণোই, দীপক চাহার 

আরও পড়ুনঃসেঞ্চুরি ও ডবল সেঞ্চুরি একই টেস্ট ম্য়াচে, দেখে নিন এমন কৃতিত্ব রয়েছে কত জন ব্যাটারের

আরও পড়ুনঃএই তিন অধিনায়কের নেতৃত্বে একটিও টি২০ ম্য়াচ হারেনি টিম ইন্ডিয়া, চিনে নিন তাদের