2026 Under-19 Men's Cricket World Cup: শনিবার অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের (India U19 vs Bangladesh U19) মুখোমুখি হয়েছে ভারতীয় দল। দুই দেশের বর্তমান সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই ম্যাচ ঘিরে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
ভারত-বাংলাদেশ ম্যাচ
ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচের মতোই এবার ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরেও প্রবল উত্তেজনা তৈরি হয়েছে।

India U19 vs Bangladesh U19: গত বছর এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে ম্যাচে করমর্দন এড়িয়ে গিয়েছিলেন ভারতের সিনিয়র টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। শনিবার অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপে (2026 Under-19 Men's Cricket World Cup) ভারত-বাংলাদেশ ম্যাচে একই দৃশ্য দেখা গেল। এদিন টসের সময় বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারের (Zawad Abrar) সঙ্গে করমর্দন এড়িয়ে যান ভারতীয় দলের অধিনায়ক আয়ূষ মাত্রে (Ayush Mhatre)। বাংলাদেশের অধিনায়ক মহম্মদ আজিজুল হাকিম তামিম (Md Azizul Hakim Tamim) টসের সময় অসুস্থ বোধ করছিলেন। এই কারণে সহ-অধিনায়ক টস করতে যান। টসে জিতে বাংলাদেশের সহ-অধিনায়ক প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তারপর তিনি আয়ূষের পাশ দিয়ে হেঁটে গেলেও, তাঁর দিকে তাকাননি। কেউই সৌজন্য বিনিময় করেননি।

দুই দলই সৌজন্য বিনিময় এড়িয়ে গেল

টসের সময় আয়ূষ ও জাওয়াদ একে অপরের সঙ্গে কথা বলেননি। সামান্যতম সৌজন্য বিনিময়ও দেখা যায়নি। এরপর দুই দলের ক্রিকেটাররাই জাতীয় সঙ্গীতের জন্য একত্রিত হন। সেই সময়ও কাউকে বিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে বা করমর্দন করতে দেখা যায়নি। বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে অনূর্ধ্ব-১৯ দলকে এ বিষয়ে কোনও নির্দেশ দেওয়া হয়েছিল না দলের সিদ্ধান্তেই এই পদক্ষেপ, সে বিষয়ে কিছু জানা যায়নি। ভারত-বাংলাদেশ ম্যাচে এই ঘটনা প্রথমবার ঘটল।

ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসবে বাংলাদেশ?

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) ভারতে টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) দল পাঠাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। শুক্রবার জানা গিয়েছে, এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশে যাচ্ছে আইসিসি প্রতিনিধি দল। এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে বাংলাদেশ সরকার এখনও পর্যন্ত ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড়। এ বিষয়ে ক্রিকেট বোর্ডের উপর চাপ তৈরি করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।