সংক্ষিপ্ত

গত বছর টি-২০ বিশ্বকাপের ফাইনালে যে দু'টি দল মুখোমুখি হয়েছিল, তারাই ফের পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামছে। গতবার ফাইনালে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এবার কী হবে? চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে নিউজিল্যান্ড?

শনিবার টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ওডিআই বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও, গত বছর পর্যন্ত অজিদের কাছে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের খেতাব অধরাই ছিল। তবে সেই আফশোস আর নেই অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েলদের। তাঁরা টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসেবে এবার ঘরের মাঠে খেলতে নামছেন। খেতাব ধরে রাখাই অজিদের লক্ষ্য। শনিবার স্টিভ স্মিথ, প্যাট কামিন্সদের প্রতিপক্ষ গতবার টি-২০ বিশ্বকাপের রানার্স দল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিলরা অজিদের কতটা লড়াই ছুড়ে দিতে পারবেন, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। নিউজিল্যান্ড দলটা অবশ্য বরাবরই লড়াই করে। বিশেষ করে প্রতিবেশী দেশের বিরুদ্ধে বারবার জ্বলে ওঠার রেকর্ড আছে কিউয়িদের। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ সবসময়ই উত্তেজক। তার উপর আবার টি-২০ বিশ্বকাপে যখন দু'দলেরই প্রথম ম্যাচ, তখন তো আরও বেশি উত্তেজনা থাকবে। যে কোনও প্রতিযোগিতাতেই প্রথম ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দল জয় দিয়ে অভিযান শুরু করে, তারা শুধু পয়েন্ট তালিকাতেই এগিয়ে থাকে না, পরবর্তী ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামতে পারে। ফলে সুপার ১২-এর এই ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে অস্ট্রেলিয়া দলে প্রাক্তন অধিনায়ক স্মিথকে দেখা যাবে কি না, সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অজি ক্রিকেটমহলে শোনা যাচ্ছে, স্মিথকে মাঠের বাইরেই বসে থাকতে হবে। তাঁর বদলে খেলতে দেখা যেতে পারে টিম ডেভিডকে। গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে অজিদের যে দলটা প্রথমবার টি-২০ বিশ্বকাপ জিতেছিল, সেই দলে অবশ্য বিশেষ বদল হচ্ছে না। বাদ পড়ছেন শুধু স্মিথ। তাঁর বদলে মিডল অর্ডারে আসছেন মারকুটে ব্যাটার ডেভিড। স্মিথ বাদ পড়লেও, দলে থাকছেন অপর এক অভিজ্ঞ ব্যাটার ডেভিড ওয়ার্নার। তিনিই অধিনায়ক ফিঞ্চের সঙ্গে ওপেন করতে পারেন। তিন নম্বরে ব্যাট করতে নামতে পারেন গত বছর টি-২০ বিশ্বকাপ ফাইনালের সেরা খেলোয়াড় মিচেল মার্শ। মিডল অর্ডারে ডেভিডের পাশাপাশি থাকতে পারেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, জশ ইঙ্গলিস, ম্যাথু ওয়েড। অজি বোলারদের মধ্যে খেলার সুযোগ পেতে পারেন কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।


নিউজিল্যান্ড দলে বিশেষ বদল হওয়ার সম্ভাবনা নেই। অধিনায়ক উইলিয়ামসনের পাশাপাশি দলে থাকতে পারেন গাপটিল, উইকেটকিপার ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন, টিম সাউদি,ডেভন কনওয়ে, জেমস নিশম ও ট্রেন্ট বোল্ট।

শনিবার সিডনিতে খেলা শুরু ভারতীয় সময় অনুযায়ী বেলা সাড়ে বারোটা থেকে।

আরও পড়ুন-

আয়ারল্যান্ডের কাছে হার, টি-২০ বিশ্বকাপের বাইরে ক্যারিবিয়ানরা 

 

সামলাতে হবে শাহিন আফ্রিদিকে, তৈরি হচ্ছেন রোহিত শর্মা 

 

টি-২০ ওয়ার্ল্ড কাপে ৪৫টি ম্যাচ, কোন গ্রুপে ভারত-কবে কোথায় দেখবেন খেলা, রইল বিস্তারিত