প্রয়াত হলেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার বসন্ত রাইজি মৃত্যুকালে বসন্ত রাইজির বয়স হয়েছিল ১০০ বছর বার্ধক্যজনিতা কারণেই মৃত্যু প্রাক্তন ক্রিকেটারের তাঁর মৃত্য়ুতে শোকপ্রকাশ বিসসিআই ও সচিনের  

প্রয়াত হলেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রবীণতম প্রথম শ্রেণির ক্রিকেটার বসন্ত সিং রাইজি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। একজন ক্রিকেটারের মতই জীবনেও সেঞ্চুরি করার পরই ক্রিজ ছাড়লেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন রাইজি। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। কিন্তু ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থা ভেঙে পড়ছিল। শনিবার ভোর রাতে মুম্বইয়ে নিজের বাসভবনে মারা গেলেন ভারতের প্রবীণতম ফার্স্ট ক্লাস ক্রিকেটারের। বার্ধক্যজনীত কারণেই মৃত্যু হয় তাঁর। বসন্ত রাইজির মৃত্যুর খবর জানান তাঁর জামাই সু্দর্শন নানাবতি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী রাত ২.৩০ নাগাদ ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার। তিনি রেখে গেলেন স্ত্রী ও দুই কন্যা ও জামাইকে। 

আরও পড়ুনঃআজ মাঠে ফিরছেন লিওনেল মেসি,ম্যাজিক দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব

১৯৪১ সালে বিজয় মার্চেন্টের নেতৃত্বে মুম্বই দলে অভিষেক হয় বসন্ত রাইজির। লালা অমরনাথ, সিকে নাইডু, বিজয় হাজারের মতো কিংবদন্তিদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছেন তিনি। ডানহাতি ব্যাটসম্যান রাইজি ১৯৪০-এর দশকে মুম্বই অর্থাৎ তৎকালীন বম্বে ও বরোদার হয়ে ৯টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেন। মোট ২৭৭ রান করেছেন তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৬৮ রানের। পেশায় রাইজি ছিলেন একজন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। খেলা ছাড়ার পর পরিসংখ্যানবিদ ও ক্রিকেট ঐতিহাসিক হিসেবেও পরিচিতি গড়ে তুলেছিলেন রাইজি। দীর্ঘ ৮ দশক ধরে ভারতীয় ক্রিকেটকে দেখে আসা রাইজি ৮টি বই লেখেন মুম্বই তথা ভারতীয় ক্রিকেটের বিবর্তন নিয়ে।

আরও পড়ুনঃপ্রত্যাবর্তনে পেনাল্টি মিস রোনাল্ডোর,অ্যাওয়ে গোলের ভিত্তিতে ফাইনালে জুভেন্টাস

আরও পড়ুনঃলকডাউনে সঙ্গীন অবস্থা বাংলার ক্যারাটে প্রশিক্ষকদের, সাহায্য চেয়ে আবেদন মুখ্যমন্ত্রীর কাছে

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রবীণতম প্রথম শ্রেণির ক্রিকেটার মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট মহল। প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও। অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে বিসিসিআইয়ের তরফ থেকে লেখা হয়,'বসন্ত রাইজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত বিসিসিআই। প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার এবং ইতিহাসবিদ, যিনি এই বছর জানুয়ারীতে ১০০ বছর পূর্ণ করেছিলেন। ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয় রাইজির। তাঁর আত্মার শান্তি কামনা করি।'

Scroll to load tweet…

বসন্ত রাইজির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সচিন তেন্ডুলকরও। গত জানুয়ারিতেই সচিন তেন্ডুলকর ও স্টিভ ওয়াকে পাশে বসিয়ে শততম জন্মদিন পালন করেছিলেন রাইজি।কেটেছিলেন কেকও। তাঁর মৃত্যুত্যে শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় সচিন লেখেন,'বসন্ত রাইজির সঙ্গে তাঁর একশো তম জন্মদিনে সাক্ষাৎ করেছিলাম। ক্রিকেট প্রতি প্যাশন ও তার দৃষ্টিভঙ্গিতে দেখা ক্রিকেট এককথায় অনবদ্য়। তাঁর মৃত্যুতে আমি শোকাহত, তাঁর পরিবারের প্রতি রইল আমার সমবেদনা।'

Scroll to load tweet…