সংক্ষিপ্ত

  • অধিনায়ক বিরাট কোহলিকে দরাজ সার্টিফিকেট শোয়েবের
  • ভারত অধিনায়ককে বোলারদের অধিনায়ক বলছেন আখতার
  • মহম্মদ সামিকে নিয়েও উচ্ছ্বসিত প্রাক্তন পাক বোলার
  • বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর নাকি সামি ফোন করেছিলেন শোয়েবকে

বিরাট কোহলির ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলার সাহস নেই কারও। কারণ বিরাট যখন ব্যাট হাতে মাঠে নামেন, তখন তাঁর ব্যাটিং দেখার অপেক্ষাতেই থাকেন সবাই। তবে অনেকেই সমালোচনা করেন ‘অধিনায়ক’ বিরাট কোহলির। তবে সেই সমালোচকদের সঙ্গে সহমত নন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট নিয়ে বিশ্লেষণ করছিলেন শোয়েব। সেখানই তিনি বলেন, ‘বিরাট বোলারদের অধিনায়ক।’ 

আরও পড়ুন - ক্রিকেট থেকে ছুটি, মুম্বইতে ফুটবল মাঠে ধোনি, সঙ্গে লিয়েন্ডার পেজ

শোয়েবের মতে বিরাট বোলারদের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেন না। বরং বোলারদের সম্পুর্ণ স্বাধীনতা দেন, আর বোলাররা প্রতিপক্ষকে গুড়িয়ে দিচ্ছে সেটা উপভোগ করেন। তাই শোয়েবের মতে ভারতীয় বোলাররা ভাগ্যবান তারা এমন একজন অধিনায়ক পেয়েছেন। 

আরও পড়ুন - বীরুর সঙ্গে ময়ঙ্ক আগরওয়ালের তুলনা করলেন লক্ষ্মণ
তবে নিজের ক্রিকেট বিশ্লেষণে শুধু বিরাটই নয় মহম্মদ সামিরও প্রশংসা করছেন শোয়েব। বলছেন বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর ভারতীয় ফাস্ট বোলার নাকি শোয়েবকে ফোন করেছিলেন। শোয়েব সামিকে ভরসা দিয়ে বলেছিলেন, ফিটনেস ধরে রাখতে। শোয়েবের মতে একজন সম্পুর্ণ ফাস্ট বোলার হওয়ার সব গুণ আছে, সঙ্গে আছে রিভার্স সুইং। প্রাক্তন ফাস্ট বোলারের মতে সামি রিভার্স সুইংসের রাজা হয়ে উঠেতে পারেন। 

আরও পড়ুন - বাবা হলেন রাহানে, টুইটরে ছবি দিয়ে নবজাতককে স্বাগত জানালেন ভারতীয় ব্যাটসম্যান