সংক্ষিপ্ত

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) দ্বিতীয় টি২০ (T20) ম্য়াচ। প্রথমে ব্য়াট করে ১৮৬ রান করল টিম ইন্ডিয়া (Team India)। অর্ধশতরান করল বিরাট কোহলি (Virta Kohli) ও ঋষভ পন্থ (Rishabh Pant)। কায়রন পোলার্ডের (Kieron Pollard) দলের টার্গেট ১৮৭ রান।
 

দ্বিতীয় টি২০ (T20) ম্য়াচে টস হারলেও বড় স্কোর করল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বিরাট কোহলি (Virat Kohli), ঋষভ পন্থ (Rishabh Pant) ও ভেঙ্কটেশ আইয়রদের (Venkatesh Iyer) অনবদ্য ব্য়াটিংয়ের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে  ১৮৬ রান করল রোহিত শর্মার (Rohit Sharma) দল। লাগাতার ব্য়াটে রানের খরার পর অবশেষে বিরাটের ব্য়াটে এল রান। ৫২ রানের দায়িত্বপূর্ণ ইনিংস কেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। পাশাপাশি শেষের দিকে ঝোড়ো ইনিংস খেলেন পন্থ ও আইয়র। ২৮ বলে ৫২ রানেক মারকাটারি ইনিংস খেলেন এই সিরিজে বারতীয় দলের অন্তবর্তীকালীন সহ অধিনায়ক ঋষভ পন্থ। পাশাপাশি প্রথম ম্য়াচের মতই দ্বিতীয় ম্য়াচেও ১৮ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ভেঙ্কটেশ আইয়র। ওয়েস্ট ইন্ডিজ (West Indies) দলের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রস্টন চেজ (Roston Chase)। কায়রন পোলার্ডের (Kieron Polllard) দলের টার্গেট ১৮৭ রান।

 

 

দ্বিতীয় টি২০ ম্য়াচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কায়রন পোলার্ড। কিন্তু এদিন ইনিংসের শুরুটা ভালো হয়নি ভারতের। ১০ রানেই প্রথম উইকেট পড়ে টিম ইন্ডিয়ার। ২ রান করে শেলডন কটরেলের বলে আউট হন ইশান কিশান। এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে এগিয়ে নিয়ে যান দলের ইনিংস। দুজন মিলে ৪৯ রানের পার্টনারশিপ করেন। ৫৯ রানে দ্বিতীয় উইকেট পড়ে ভারতের। রস্টন চেজের বলে বিগ হিট করতে গিয়ে আউট হন রোহিত শর্মা। ১৯ রান করেন তিনি। এরপর বেশি সময় ক্রিজে দাঁড়াতে পারেননি প্রথম ম্য়াচের জয়ের অন্যতম নায়ক সূর্যকুমার যাদবও। ৮ রান করে তিনিও রস্টন চেজের বলে আউট হন। ৭২ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারতীয় দল।

 

 

এরপর  দলের ইনিংসের রাশ ধরেন বিরাট কোহলি ও ঋষভ পন্থ। সেট হয়ে যাওয়ার পর এদিন পুরোনো ছন্দে পাওয়া যায় বিরাট কোহলিকে। নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। তবে ৪১ রানে  ৫২ রানের ইনিংস খেলে আউট হন বিরাট কোহলি। রস্টন চেজের বলে বোল্ড হন বিরাট। ৭টি চার ও একটি ছয়ে সাজানো তার ইনিংস। শেষের দিকে ঝোড়ো ব্য়াটিং করেন দুই বাঁ-হাতি ব্যাটসম্য়ান ঋষভ পন্থ ও ভেঙ্কটেশ আইয়র। দুজন মিলে ৭৬ রানের পার্টনারশিপ করে দলকে বড় স্কোরে পৌছে দেন দুই তরুণ তারকা। নিজের অর্ধশতরান পূরণ করেন পন্থ।  পন্থ ও আইয়র দুজনেই একাধিক আক্রমণাত্মক শট খেলেন। শেষ ওভারে আউট হন ভেঙ্কটেশ আইয়র। ৩৩ রান করেন তিনি। ২৮ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন ঋষভ পন্থ।