সংক্ষিপ্ত
- ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ
- মুম্বইতে শেষ ম্যাচে টস জিতল ওয়েস্ট ইন্ডিজ
- টস জিতে সিদ্ধান্ত ফিল্ডিং করার সিদ্ধান্ত
- মুম্বইতেই হবে সিরিজের ফয়সালা
তিন ম্যাচের সিরিজ এখন দাঁঢ়িয়ে আছে ১-১। হায়দরাবাদে প্রথম ম্যাচ জিতেছিল ভারত। তারপর পাল্টা দিয়ে দ্বিতীয় ম্যাচ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ টস জিতল ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। ক্যারিবিয়ানদের প্রথম দলে কোনও পরিবর্তন নেই। কিন্তু ভারতীয় দল প্রথম দলে দুটি পরিবর্তন করা হয়েছে। রবীন্দ্র জাদেজার বদলে মুম্বইতে খেলছেন মহম্মদ সামি। অন্যদিকে কুলদীপ যাদব প্রথম দলে এসেছেন চাহালের বদলে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে গুরুত্বপূর্ণ টস জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চ্যালেঞ্জটা নিতে হবে ভারতীয় বোলারদের।
আরও পড়ুন - পৃথ্বীর ব্যাটে প্রথম ডাবল সেঞ্চুরি, জাতীয় দলে ফেরার দাবি তরুণ ব্যাটসম্যানের
প্রথম ম্যাচে হায়দরাবাদে বিরাট বিক্রমে ম্যাচ জিতে নিয়েছিল ভারতীয় দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে তিরুঅনন্তপুরমে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফরিয়ে আনে ক্যারিবায়ানরা। মুম্বইতে আজই হতে চলেছে সিরিজের ফয়সালা। প্রথম দুটি ম্যাচেই ব্যাটসম্যানদের দাপটে বোলারদের বেশ বেহাল দশা। প্রথম দুটি টি-২০ ম্যাচে মোট ৪৪টি ছয় দেখেছেন ক্রিকেট প্রেমীরা। মুম্বইতে সেই সংখ্যা আরও বাড়বে। একদিকে যেমন আছেন রোহিত, বিরাট, শিবমরা। তেমনই অন্যদিকে আছেন পোলার্ড, সিমন্স, হেটমায়াররা। অনেক ক্রিকেট পন্ডিতই মনে করছেন মুম্বইতে যে দল বেশি ছয় মারতে পারবে অ্যাডভান্টেজ তাদের দিকেই। মুম্বইতে ভারতীয় দলের প্রথম একাদশে থাকতে চলেছেন মুম্বইয়ের তিন ক্রিকেটার। শ্রেয়স, রোহতি ও শিবম ঘরের মাঠে কতটা জ্বলে উঠতে পারেন সেটাই দেখার।
আরও পড়ুন - একদিনের সিরিজেও নেই ধাওয়ান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুযোগ পেলেন মায়াঙ্ক
২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজ ভারতকে হারিয়েছিল। তারপর আবার এই মাঠে মুখোমুখি দুই দল। মুম্বয়ের ওয়াংখেড়ে বরাবরই ব্যাটিং সহায়ক। এবারও তেমনটাই প্রেডিক্ট করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ম্যাচের দ্বিতীয় অর্ধে মাঠে শিশির পরবে। তাই যে দল পরে ব্যাটিং করবে তাদের কাছে অ্যাডভান্টেজ। তাই মাঠে নামার আগেই পরিবেশ পরিস্থিতি বিচার করে অ্যাডভান্টেজ নিয়েই মাঠে নামতে চলেছে পোলার্ডের দল।
আরও পড়ুন - দশ বছর পর পাকিস্তানে ফিরল টেস্ট ক্রিকেট, এবার ভাবনা শুরু পিঙ্ক বল টেস্টের