আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এর ফল ঘোষণা। সকাল ৮টা থেকে শুরু ভোটের গণনা। তবে ভোটের ফল নিয়ে আগ্রহ, উন্মাদনা যত বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনা মমহামারির প্রকোপ। এরই মধ্যে, সুষ্ঠুভাবে গণনা পর্ব পরিচালনার জন্য বিস্তৃত ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। শনিবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণনার সময়, কোভিড সংক্রান্ত স্বাস্থ্য সুরক্ষার সমসত প্রোটোকলগুলিকে কঠোরভাবে মেনে চলা হবে। রাজ্যের মোট ২৩ টি জেলায় মোট ১০৮ টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সর্বাধিক গণনা কেন্দ্র হয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়, ১৫টি। আর কালিম্পং, আলিপুরদুয়ার এবং ঝাড়গ্রাম - এই তিন ছোট জেলায় রয়েছে একটি করে গণনাকেন্দ্র। এই কেন্দ্রগুলিতেই আপাতত ত্রিস্তরীয় সুরক্ষা ব্যবস্থার মধ্যে, সিল করা অবস্থায় রয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এবং ভোট যাচাই-এর ভিভিপ্যাট ইউনিটগুলি। গণনা কেন্দ্রগুলির নিরাপত্তার দায়িত্বে থাকছে ২৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সেইসঙ্গে ২৯২ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।