সংক্ষিপ্ত
মুকুল রায় দিল্লি থেকে ফিরলেই বিজেপি-তে যোগদান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন শুভ্রাংশু।
দু' চারদিনের মধ্যেই বিজেপি-তে যোগ দিতে পারেন শুভ্রাংশু রায়। রাখঢাক না করেই এ কথা জানিয়ে দিলেন বিজেপি নেতা এবং শুভ্রাংশুর বাবা মুকুল রায়।
শুক্রবারই মুকুলের হয়ে সওয়াল করে তৃণমূলের রোষে পড়েন শুভ্রাংশু। তাঁকে ছ' বছরের জন্য সাসপেন্ড করে দেয় দল। সেই প্রসঙ্গ তুলে এ দিন দিল্লিতে মুকুল বলেন, "ওঁর দলই ওকে সাসপেন্ড করে দিয়েছে। ফলে ও এখন মুক্ত। শুভ্রাংশু এবার নিজের মতো সিদ্ধান্ত নিতে পারে।" মুকুল জানিয়েছেন, শনিবার দিল্লি থেকে ফিরেই তিনি শুভ্রাংশুর সঙ্গে আলোচনা করবেন। তার পরেই দু' একদিনের মধ্যে শুভ্রাংশু তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবেন বলে দাবি করেন মুকুল। তখনই সাংবাদিকের প্রশ্নর জবাবে তিনি বলেন, দু' একদিনের মধ্যেই শুভ্রাংশু বিজেপি-তে যোগ দিতে পারেন।
শুভ্রাংশু যে বিজেপি-র দিকে ঝুঁকছেন, তা বীজপুরের চেহারাতেই স্পষ্ট। বীজপুরে তৃণমূলের একের পর এক অফিস শনিবার দখল করে নিয়েছে বিজেপি। এলাকার অধিকাংশ ক্লাবও বিজেপি-র দখলে চলে এসেছে বলে দাবি বিজেপি নেতাদের। যাঁরা এতদিন তৃণমূল করতেন, সেই কর্মীরাও প্রকাশ্যেই জানিয়েছেন যে তাঁরা এবার থেকে বিজেপি-কেই সমর্থন করবেন।