সংক্ষিপ্ত

‘ফেলুদা’ থেকে ‘সোনাদা’, যশ দাশগুপ্ত, টেলিপর্দার ‘হার্টথ্রব’ শন বন্দ্যোপাধ্যায়— সবাই সনাতনী সাজে উষ্ণতা ছড়িয়েছেন সামাজিক মাধ্যমে। এশিয়ানেট নিউজ বাংলা সেই একমুঠো পুরুষালি দীপাবলি ছড়িয়ে পাতায়

দীপাবলি কি শুধুই রমণীয় রূপে মোহময়ী? একেবারেই নয়। টলিউড বলছে একই ভাবে উজ্জ্বল পুরুষালি দীপ্তিতেও। তার উদাহরণও রেখেছে ইন্ডাস্ট্রি। ‘ফেলুদা’ থেকে ‘সোনাদা’, যশ দাশগুপ্ত থেকে টেলিপর্দার ‘হার্টথ্রব’ শন বন্দ্যোপাধ্যায়— সবাই সনাতনী সাজে উষ্ণতা ছড়িয়েছেন সামাজিক মাধ্যমে। এশিয়ানেট নিউজ বাংলা সেই একমুঠো ‘পুরুষালি দীপাবলি’ ছড়িয়ে দিয়েছে পাতায় 

সত্যজিৎ রায় নিজে কোনও দিন উৎসব থেকে মুখ ফিরিয়ে থাকতেন? জানা অসম্ভব। তবে বড় পর্দার ‘সত্যজিৎ রায়’ জীতু কমল উৎসবের জোয়ারে গা ভাসিয়েছেন। সত্যজিৎ রায়ের পরে এ বার তিনি পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রে অভিনয় করতে চলেছেন। তারই আভা যেন তাঁর চোখে-মুখে।

‘গুড্ডি’ ধারাবাহিকে রণজয় বিষ্ণু নতুন করে তাঁকে নিয়ে ভাবতে বাধ্য করেছেন দর্শক-অনুরাগীদের। তাঁর অভিনীত ‘অনুজ’কে মন দিয়ে ফেলেছেন এই প্রজন্মের বহু তরুণী। দীপাবলিতে লখনৌ চিকনের কুর্তা, জ্যাকেটে সেটে ওঠা বিষ্ণুকে এ কালের কোনও ‘লক্ষ্মী’ মন দেবেন?

 

ভাস্বর চট্টোপাধ্যায় বরাবরই বাবু! ধুতি-পাঞ্জাবিতে কেতাদুরস্ত হওয়ার শুধুই ছুতো খোঁজেন। দীপাবলি তাঁকে ছাড়পত্র দিয়েছে। ভাস্বরও তৈরি লাল বর্ডার দেওয়া ধাক্কা পাড় সাদা ধুতি আর সাদার উপরে লাল সুতোর জমাট আড়ি কাজের পাঞ্জাবিতে।


ছোট পর্দার হার্টথ্রব শন বন্দোপাধ্যায়কে প্লিজ দেখুন। দীপাবলি ঝলমলে পাঞ্জাবির কেতায়! চাপদাড়ি-গোঁফ ভেদ করে চোখেমুখে আত্মবিশ্বাসের ছাপ। উলটে আঁচড়ানো চুল। দুধসাদা পাঞ্জাবিতে শনের গায়ের রং যেন মিশে গিয়েছে! 

 

রাত গড়াচ্ছে। আতসবাজির আলোয় যৌবনবতী দীপাবলি। এমন সন্ধিক্ষণে মাটির থালায় প্রদীপ নিয়ে এসে দাঁড়ালেন যশ দাশগুপ্ত। মোমবাতির নরম আলো তাঁকে ঘিরে। রাতের আকাশের গাঢ় নীলি তাঁর পাঞ্জাবিতে। উপরে ইক্কত জ্যাকেট। যশ এত স্নিগ্ধ এর আগেও ছিলেন? 

 

চারিদিক যখন আনন্দে উচ্ছ্বল তখনই সব সামলাতে ‘ফেলুদা’কে চাই। তিনিও তো অশুভ নাশ করে শুভ শক্তির আবাহন জানিয়ে এসেছেন বরাবর। উৎসবের দিনে শুধু সাজটাই বদলে ফেলেছেন। বন্ধগলা ঘিয়ে-সবুজ শেরওয়ানিতে আধুনিক ‘ফেলুদা’ টোটা রায়চৌধুরীর উপস্থিতি যেন উৎসবের জৌলুস বাড়িয়ে দিয়েছে।

 

পুজোয় এ বার ‘সোনাদা’র জয়জয়কার। ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর রহস্য ভেদ করে প্রযোজকের ঘরে লক্ষ্মী এনে দিয়েছেন। কালীপুজো তাঁকে ছাড়া জমে! আলোর উৎসব যে ‘কালোই জগতের আলো’ বার্তা দেয় সে কথাও জানেন ইতিহাসের অধ্যাপক। তাই সোনাদা থুড়ি আবীর চট্টোপাধ্যায়ের সাজে ঘোর কালো পাঞ্জবি-চোস্ত পাজামা। উপরে সোনালি কাজের কালো জ্যাকেট। 

আরও পড়ুন-প্রেম না সহবাস, কীসের নেশায় পাগল ছিলেন ঐশ্বর্য? নিজের কেরিয়ারের জন্য আজও আফসোস রাই সুন্দরীর

আরও পড়ুন-কার সঙ্গে দিওয়ালিতে চুপিচুপি ঘুরছেন জাহ্নবী? সেক্সি বক্ষের ভাঁজে শরীরী মোচড় শ্রী-কন্যার

আরও পড়ুন-'সেক্সবম্ব'মালাইকার জন্য জমকালো পার্টির আয়োজন অর্জুনের, জন্মদিনে আমন্ত্রিত ছিলেন কারা?