সংক্ষিপ্ত
পরনে হাঁটুঝুল মেরুন স্কার্ট আর সাদা শার্ট, স্কুল স্কুল ইউনিফর্ম। ছোট করে ছাঁটা চুল। হাতে ব্যাট। উইকেটের সামনে দাঁড়িয়ে বড় পর্দার ‘ঝুলন’।
ঝালমুড়ি, পেয়ারামাখা ঝুলন গোস্বামীর খুব প্রিয়? কেউ জানে না। তবে এই দুটো খাবার অনুষ্কা শর্মার বড্ড মনে ধরেছে। আর তাই সেই খাবার দিয়েই সকালের জলখাবার সারছেন। কখনও তেল, মশলা, রকমারি চানাচুর দিয়ে মুড়িমাখার ঠোঙা হাতে। কখনও কাগজে মোড়ানো পেয়ারামাখা। ডায়েট ভুলে অনুষ্কা মজেছেন বিশুদ্ধ বাঙালি খাবারে। সেই ছবি ভাইরাল। বৃহস্পতিবার হাওড়ায় এ ভাবেই শ্যুটিং করতে দেখা গিয়েছে ‘চাকদা এক্সপ্রেস’ ছবির ‘ঝুলন গোস্বামী’কে।
পরনে হাঁটুঝুল মেরুন স্কার্ট আর সাদা শার্ট--স্কুল স্কুল ইউনিফর্ম। ছোট করে ছাঁটা চুল। হাতে ব্যাট। উইকেটের সামনে দাঁড়িয়ে বড় পর্দার ‘ঝুলন’। হাওড়া, আন্দুলের রাজমঠের মাঠে এ দিন সারা দিন শ্যুট করতে দেখা যায় তাঁকে। সেই ছবি টুইটে ভাগ করে নিয়েছেন ছবির কাস্টিং ডিরেক্টর তাপস। কলকাতায় আসার আগে লন্ডনে ছবির কিছু অংশের শ্যুট ক্যামেরাবন্দি হয়েছে। সেই ছবিও ভাগ করে নিয়েছিলেন অনুষ্কা। সারা মাঠে ছড়িয়ে ছিটিয়ে অল্পবয়সী পাড়ার ছেলে। এঁরা ঝুলনের পাড়ার ছেলে হিসেবে পর্দায় উঠে আসবেন। ঠিক যে ভাবে ক্রিকেট স্টেডিয়ামে খেলোয়াড়েরা সাজানো থাকেন সে ভাবেই দাঁড়িয়ে তাঁরা। মাথার উপরে সূর্যের কড়া তেজ। সব উপেক্ষা করেই অনুষ্কা শ্যুটিং সেরেছেন।
লন্ডনে শ্যুটিংয়ের সময় অনুষ্কার সঙ্গে দেখা গিয়েছিল বিরাট কোহলিকেও। শ্যুটের ছবি দিয়ে সেই সময় অনুষ্কা লিখেছিলেন, "একটা ছবিতেও আমায় ভাল দেখাচ্ছে না! তাই একটা ছবিও আমার পছন্দ নয়! পরে ভাবলাম, সব সময় আমায় ভাল দেখাতে হবে এমন কোনও কথা আছে? এমন কোনও মাথার দিব্যিও কেউ আমায় দেয়নি। তাই চরিত্র হয়ে উঠতে গিয়ে আমায় যেমন দেখতে লাগছে তেমন ছবিই সবাইকে দেখাব। ঝুলন গোস্বামী হয়ে ওঠা কি এত সহজ? তার পরেও আমি চেষ্টা করেছি।"
হাওড়ার আগে ইডেন গার্ডেনে ছবির কিছু অংশের শ্যুট হয়। ১৭ অক্টোবর সন্ধেয় শ্যুট হয় ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ। সে দিন শ্যুটিংয়ের খাতিরে স্টেডিয়াম পরিপূর্ণ। এক দিকে উড়েছে ভারতের পতাকা। অন্য দিকে পাকিস্তানের। ‘যুদ্ধং দেহি’ আমেজে পুরো শ্যুট ক্যামেরাবন্দি হয়। একই দিনে বিরাট কোহলি ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন। হোক পর্দা। তবু সেদিন সন্ধেয় কাকতালীয় ভাবে অনুষ্কা ইডেনে ব্যাট হাতে! নায়িকার গায়ে ঝুলনের নাম লেখা ২৫ নম্বর জার্সি।
মেয়ে ভামিকাকে নিয়েই কলকাতার বিভিন্ন অঞ্চলে শ্যুট করে বেড়াচ্ছেন অনুষ্কা। খবর, আগামি বছরে প্রসিত রায় পরিচালিত ছবিটি সম্ভবত নেটফ্লিক্সে মুক্তি পাবে। মেয়ে ভামিকার জন্মের পরে অনুষ্কার প্রথম ছবি। যদিও অন্তঃসত্ত্বা অবস্থাতেই একাধিক বিজ্ঞাপনী ছবি শ্যুট করতে দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন-
টাকার দাম কমে লাফ দিয়ে বেড়ে গেল ডলারের দর, ভারতে আরও বাড়বে জিনিসপত্রের দাম?
১০ লক্ষ চাকরি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আগের ২কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতির কী হল? কটাক্ষ বিরোধীদের
২০৪ কোটির লেনদেন, নগদে উদ্ধার ৮ কোটি টাকা! দুঁদে পুলিশ অফিসারদের হন্যে করে অবশেষে গ্রেফতার হাওড়ার শৈলেশ