অভিনেত্রী সায়ন্তনী মল্লিক হঠাৎ করে ব্রেন স্ট্রোকের শিকার হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং সুস্থ আছেন। তবে আগামী ১৫ দিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
টলিউডের পরিচিত মুখ সায়ন্তনী মল্লিক। অনুরাগের ছোঁয়া ধারাবাহিক থেকে শুরু করে একাধিক সিরিয়ালের পরিচিত মুখ তিনি। টিভি ছাড়াও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। প্রায়শই স্বামী ইন্দ্রনীল মল্লিকের সঙ্গে বিভিন্ন নাচের ভিডিও পোস্ট করেন। এদিক বাড়িতে বলে নিশ্চিন্তে টেলিভিশন দেখছিলেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সব যেন বদলে গেল।
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের কাজ সদ্য শেষ করেছেন। আপাতত ছুটিতেই ছিলেন। শারীরিক কোনও অসুস্থতাই ছিল না। হঠাৎ করে শরীর দুর্বল লাগে তাঁর। ঠোঁটের ডানদিক বেঁকে যাচ্ছিল। যদিও তা সেরে যায় কিছুক্ষণের মধ্যে। তারপরই শুরু হয় হেঁচকি। অস্বস্তি হওয়ায় স্বামী ইন্দ্রনীলের সঙ্গে পৌঁছে যান বাইপাসের ওপর এক বেসরকারি হাসপাতালে। সেখানে হয় MRI তখনই জানতে পারেন ব্রেন স্ট্রোক হয়েছে। এত কম বয়সে হঠাৎ ব্রেন স্ট্রোক এবং তারও উপসর্গ যে এভাবে ধরা পড়বে, তা ভাবতে পারেননি কেউই। শুরু হয় চিকিৎসা। আপাতত সুস্থ আছেন। এমনকী, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। চলছে ওষুধ।
সদ্য ইনস্টাগ্রামে হাসপাতালের একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। যেখানে দেখা যাচ্ছে, ইন্দ্রনীলকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। মুখে-চোখে অসুস্থতার ছাপ। ক্যাপশনে লেখা, তোমায় ছাড়া আমার বাঁচা সম্ভব হত না। ঈশ্বরকে ধন্যবাদ।
অভিনেত্রী সায়ন্তনীর স্বামী এক সাক্ষাৎকারে জানান, বুধবার ঘটেছে এই ঘটনা। শারীরিক কোনও অসুস্থতা ছিল না সায়ন্তনীর। একেবারে সুস্থ মানুষ। হঠাৎ ব্রেন স্ট্রোক কী করে হল, তা এখনও কিছু জানা যায়নি। তিনি বলেন, রবিবারই ছাড়া পেয়েছে হাসপাতাল থেকে। কড়া নিয়ম নেই তেমন। কিন্তু, আগামী ১৫ দিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে।
তবে আপাতত সুস্থ আছেন নায়িকা। শরীর দুর্বল হলেও বিপদ কেটে গিয়েছে বলে মনে করছে তাঁর ভক্তরা। কিন্তু, হঠাৎ এমন কঠিন রোগের আক্রান্তে র খবর প্রকাশ্যে আসতেই চিন্তার ভাঁজ দেখা গিয়েছে সকলের মনে। কোনও উপসর্গ ছাড়া এমন কঠিন রোগ হতে পারে তা এক প্রকার অবিশ্বাস্য।


