'চিরদিনই তুমি যে আমার' সিরিয়ালের সেটে জিতু কামাল ফিরতেই দিতিপ্রিয়া রায়ের সঙ্গে তার দ্বন্দ্ব আরও বেড়েছে। সূত্রের খবর, মহিলা কমিশনে যোগাযোগের পর এবার NOC চেয়ে সিরিয়ালটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিতিপ্রিয়া।
ফের খবরে দিতিপ্রিয়া রায় ও জিতু কামাল। তাদের মধ্যে চলতে থাকা সমস্যার কথা সকলের জানা। সদ্য বৈঠকের মাধ্যমে দ্বন্দ্ব কাটিয়ে শুক্রবার শ্যুটিং ফ্লোরে ফিরেছেন জিতু। পর্দায় আর্য কামব্যাকে বিরাট পদক্ষেপ দিতিপ্রিয়ার। জানা গিয়েছে দুজনের মধ্যে সমস্যা এতটাই বেড়েছে সিরিয়াল ছেড়ে দিতে চলেছে দিতিপ্রিয়া। শুধুমাত্র দর্শক ও টেকনিশিয়ানদের কথা ভেবে আবার প্রোজেক্টে যোগ দেন তিনি। জীতু এই কাজ প্রসঙ্গে জানান, একটা ভাঙা কাঁচ, সেটাকে জোড়া লাগানোর হাজারও চেষ্টা করলেও জানিনা সেটা কতদূর জোড়া লাগবে।
এদিকে সূত্রের খবর, দিতিপ্রিয়া নাকি যোগাযোগ করেছিল মহিলা কমিশনে। লীনা গঙ্গোপাধ্যায়ের পরামর্শ মতো তিনি আর্টিস্ট ফোরামে চিঠি দেন। শনিবার একটি বৈঠকও হয়েছিল। যেখানে প্রযোজক সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষ, জীতু, দিতিপ্রিয়া, সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়, কোষাধক্ষ সোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন। এবার শোনা যাচ্ছে NOC দিয়ে সিরিয়াল ছাড়ার পথে দিতিপ্রিয়া। তিনি আর সিরিয়াল করবেন না বলে স্থির করেন।
জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে জুটি হিসেবে নজর কেড়েছে জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়। পর্দায় তাঁরা ‘আর্য’ ও ‘অপু’-র চরিত্রে দর্শকদের মন জয় করেছেন। অল্প দিনের মধ্যেই দর্শকদের নজর কেড়েছে। কিন্তু হঠাৎ ছন্দপতন। দুজনের মধ্যে নানান বিষয় জটিলতা দেখা দেয়। একটি ছবি পোস্ট থেকে শুরু করে একে অপরের সঙ্গে মনোমালিন্য হতে থাকে। তা ধীরে ধীরে বিরাট আর নেয়।
জানা যায়, জিতু নাকি অশ্লীল মেসেজ করেছিল দিতিপ্রিয়াকে। পরে এই দাবি অস্বীকার করে জিতুর সঙ্গে তাঁর চ্যাট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জিতু। এই নিয়ে আরও জলঘোলা হতে থাকে। বর্তমানে এই সমস্যা এমন স্তরে পৌঁছে গিয়েছে যে শোনা যাচ্ছে NOC দিয়ে সিরিয়াল ছাড়ার পথে দিতিপ্রিয়া। তবে, এই কতটা সত্য তা সময় হলেই জানা যাবে বলে মনে করছেন সকলে।


