সংক্ষিপ্ত
লড়ছেন ঐন্দ্রিলা শর্মা। ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। মঙ্গলবার সকাল থেকেই ধাপে ধাপে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হয়েছে বলে জানা গিয়েছে।
সাহসী তিনি। জীবনের কাছে হার না মানাটাই পণ করেছিলেন। পুজোর আগে এশিয়ানেট নিউজ বাংলা-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেছিলেন, নতুন উদ্যোমে কাজ শুরু করেছেন। চিকিৎসার পরও একটা পর্ব থাকে সুস্থ হওয়ার জন্য। সেই সব বাধা অতিক্রম করে এখন তিনি কাজে ফিরছেন। সুরিন্দর ফিল্মসের অফিসে বসে দেওয়া সাক্ষাৎকার এখন যেন কানে বাজে। মঙ্গলবার সন্ধ্যায় যে খবর এসেছে তাতে এক্কেবারেই ভালো নেই ঐন্দ্রিলা। সোমবার রাত পর্যন্ত শারীরিক অবস্থার উন্নতি না হলেও অবনতি ছিল না। কিন্তু, মঙ্গলবার সকাল থেকে লাগাতার শারীরিক অবস্থা খারাপ থেকে খারাপতর হয়েছে অভিনেত্রীর। চিকিৎসকরাও বুঝতে পারছেন ঐন্দ্রিলার জীবনের জন্য লড়াইটা। এই লড়াইটা যে তাঁকে দীর্ঘসময় ভেন্টিলেশনের মধ্যে উদ্বুদ্ধ করে যাচ্ছে তা তারা যেন অনুভব করছেন। কিন্তু, একটা সময় হয়তো প্রার্থনাই সবকিছুর শেষ সম্বল হয়ে ওঠে। তাই সকলেই এখন চিকিৎসার থেকেও কোনও এক মিব়্যাকল বা সুপার ন্যাচরাল পাওয়ারের উপরে বিশ্বাস করছেন। যদি কোনওভাবে কিছু একটা ঘটে যায়।