সংক্ষিপ্ত

কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানের ঘরে এলো দ্বিতীয় সন্তান। পুত্র কবিরের পর এবার তাঁদের ঘরে এলো কন্যা সন্তান। ১৪ ডিসেম্বর জন্ম নেওয়া নবজাতক কন্যাকে ঘিরে আনন্দে উচ্ছ্বসিত পরিবার।

পুত্রের পর মেয়ের মা হলেন কোয়েল মল্লিক। শনিবার সকাল সকাল সুখবর দিলেন নায়িকা। কদিন আগেই জানিয়েছিলেন তিনজন থেকে শীঘ্রই চারজন হবেন। এবার পরিবারে এল সেই খুশির দিন। মা লক্ষ্মী এলেন কোয়েল মল্লিক ও নিসপাল সিংহ রানের ঘরে। বড়দিনের আগে দিলেন বড় খবর। মল্লিক ও পানে পরিবারে এখন খুশির হাওয়া।

সংবাদমাধ্যমে কন্যা সন্তান হওয়ার খবর জানিয়েছেন প্রযোজক। তারপর থেকেই খুশির হাওয়া সর্বত্র। গত বছর প্রযোজন-অভিনেতা জিৎ দ্বিতীয় বার বাবা হয়েছেন। তাঁর ঘরে এসেছেন পুত্র। এদিকে শুভশ্রী ও রাজ চক্রবর্তীর ঘরেও এবার এসেছেন মা লক্ষ্মী। ছেলের পর মেয়ে হয়েছে শুভশ্রী ও রাজের। এবার কোয়েলের কোলে মেয়ে আসতেই তিনি খুশির হাওয়া। সোশ্যাল মিডিয়ায় খুশির খবর দিতে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন সকলে। নিসপাল, কোয়েল ও কবিরের একটি ছবি পোস্ট করেছেন প্রযোজক। তার সঙ্গে দেখেন ১২.১২.২৪-এ তাঁদের ঘরে এসেছে কন্যা সন্তান।

২০১৩ সালে বিয়ে করেছিলেন কোয়েল মল্লিক ও নিসপাল সিংহ রানে। বিয়ের পরও রূপোলি পর্দায় দেখা গিয়েছে কোয়েলকে। ২০২০ সালে জন্ম হয় নিসপাল সিংহ রানে ও কোয়েলের প্রথম সন্তান কবিরের। কবিরের জন্ম পর থেকে কাজ কমিয়ে দিয়েছিলেন কোয়েল। শেষ কয় বছর পর পর তাঁর ছবি মুক্তি পায়। এবার তাঁদের পরিবারে এল নতুন সদস্য। ১৪ ডিসেম্বর মেয়ের জন্ম দিলেন নিসপাল সিংহ রানে ও কোয়েলের সন্তান। আজ দ্বিতীয় বার মা হলেন টলিউড তারকা কোয়েল মল্লিক, সংসারে এল মা লক্ষ্মী।