সংক্ষিপ্ত

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ বছর কোনও বাংলাদেশি ছবি নেই। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং ভিসা জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উৎসবের চেয়ারম্যান। ৩০ তম আসরে বিশ্বের নানা দেশের ছবি প্রদর্শিত হচ্ছে।

চলছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কিন্তু, এই উৎসবে দেখানো হচ্ছে না কোনও বাংলাদেশের ছবি। গত বছরেও দেখানো হয়েছিল কিছু বাংলাদেশের ছবি। কিন্তু, এবার নেই কোনও বাংলাদেশের ছবি।

সদ্য সামনে এল এর আসল কারণে। সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও তার জেরে ভয়ঙ্কর পরিস্থিতির খবর সামনে আসছে। রাজনৈতিক অবস্থা ও ভিসা জটিলতার কারণেই এবার বাংলাদেশের কোনও সিনেমা দেখানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ।

চলছে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেখানো হচ্ছে দেশ বিদেশের নানা ছবি। উৎসবে প্রাঙ্গনে ভিড়ের খবর বারে বারে তৈরি করছে শিরোনাম। এবার প্রতিযোগিতা বিভাগে ২ হাজার ৪৫৯ টি ছবির মনোনয়ন জমা পড়েছে। ৩০ টি শর্ট ফিল্ম, ৪২টি পূর্ণদৈর্ঘ্যের ছবি দেখানো হচ্ছে। ১০৩ টি ছবি দেখানো হবে। যা কোনও প্রতিযোগিতায় অংশ নেয়নি। ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

এবছর ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস ফ্রান্স। বেশ কিছু ফরাসি ছবি প্রদর্শিত হল এই বছর। এবারের থিম সং-র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায়। এবার ২০টি ভেন্যুতে প্রদর্শিত হচ্ছে ১৭৫টি ছবি। হত বছরের মতো কিঠু মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে দেখানো হচ্ছে বিদেশের ছবি। ধনধান্য প্রেক্ষাগৃহ, নন্দন, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, নজরুল তীর্থ, রাধা স্টুডিও, নবীনা, স্টার থিয়েটার, মেনকা, আইনক্স কোয়েস্ট মল, আইনক্স সাউথ সিটি মল এবং নিউ এম্পায়ারে। সব মিলিয়ে জমজমাট কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।