নন্দিনী চট্টোপাধ্যায়কে দেখা গেল নয়া অবতারে। তাঁর নতুন লুক দেখে হতবাক সকলে। শাড়ি ছেড়ে সরাসরি বিকিনি পরে হাজির হলেন অভিনেত্রী।

টেলিভিশেনের বেশ পরিচিত মুখ নন্দিনী চট্টোপাধ্যায়। বিভিন্ন সিরিয়ালে দেখা যায় তাঁকে। জল থই থই ভালোবাসা বা মন দিতে চাই-র মতো সিরিয়ালে সদ্য নজর কেড়েছেন সকলের। এছাড়া বড় পর্দায়ও কাজ করেছেন বহুবার। তবে, অধিকাংশ সময় মা কিংবা দজ্জাল শাশুড়ির চরিত্রেই ছবিতে নজর কাড়েন নন্দিনী চট্টোপাধ্যায়। ঝগড়া করতে হোক কিংবা কাউকে অপমান করে কথা বলতে তিনি সিদ্ধহস্ত। তবে, বাস্তবে কি না জানা নেই কিন্তু ছবির পর্দায় এমন কাজ প্রায়শই করে থাকেন। এবার সেই নন্দিনী চট্টোপাধ্যায়কে দেখা গেল নয়া অবতারে। তাঁর নতুন লুক দেখে হতবাক সকলে। শাড়ি ছেড়ে সরাসরি বিকিনি পরে হাজির হলেন অভিনেত্রী।

সদ্য নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন নন্দিনী চট্টোপাধ্যায়। আর সেখানেই হলুদ বিকিনিতে ধরা দিলেন তিনি। সমুদ্র সৈকতে দজ্জাল শাশুড়ি নন্দিনী চট্টোপাধ্যায়ের এমন লুক দেখে হতবাক সকলে। সদ্য হলুদ ও সাদা ফোরাল প্রিন্টের বিকিনি পরেছেন নন্দিনী চট্টোপাধ্যায়। কোনও ছবিতে বিকিনি-র সঙ্গে পরতে দেখা গিয়েছে শ্রাগ। কোনওটায় আবার দেখা গিয়েছেন শ্রাগ ছাড়া। কোনও ছবিতে জলের মধ্যে শুয়ে পোজ দিয়েছেন। যেখানে স্পষ্ট তাঁর ক্লিভেজয আবার কোনও ছবিতে সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তাঁকে।

View post on Instagram

এমন ভাবে ব্যক্তিগত ছবি পোস্ট করে খবরে এলেন নন্দিনী চট্টোপাধ্যায়। বিকিনি-তে দেখা দিলেন অভিনেত্রী। প্রথমবার তাঁকে দেখা গেল হট লুকে। যে কারণে হতবাক সকলে। যাকে সব সময় শাড়িতে টিভির পর্দায় দেখতে অভ্যস্ত দর্শকেরা, তাঁকে কখনও এমন হট অবতারে দেখবেন, তা আশা করতে পারেনি কেউই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

আরও পড়ুন

‘কোন দল কতটা দুর্নীতিগ্রস্ত তা মানুষ জানে’, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে মন্তব্য চিরঞ্জিতের

প্রসেনজিৎ-কে এক নম্বরে যেতে তিনিই জায়গা ছেড়েছেন, বিশেষ উক্তি চিরঞ্জিতের

Dunki: বন্ধুত্ব, ভালোবাসা, একতার কাহিনি নিয়ে আসছে ডানকি, ছবির টিজারে বিশেষ চমক বাদশার