সংক্ষিপ্ত
নববধূর বেশে নিজেকে মেলে ধরেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । শ্রাবন্তীর পোস্ট করা ছবিতে মায়াবী চোখের চাহনিতে পাগল হয়েছেন ভক্তরা। বিয়ের সাজে ভিডিও পোস্ট করতে না করতেই জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।
শিরোনামে কীভাবে থাকতে হয় তা বেশ ভালই জানেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভক্তদের বিনোদনের রসদ জোগাতে তার জুড়ি মেলা ভার। সম্প্রতি ইনস্টাগ্রামে নববধূর সাজে ছবি পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন শ্রাবন্তী। শ্রাবন্তীকে নিয়ে চর্চার যেহেতু শেষ নেই তাই নতুন কোন খবর হলেই সকলে যেন হামলে পড়েন। অভিনত্রীর কাজ নিয়ে যত না চর্চা হয়, তার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চর্চা হয়। একের পর এক ছবি-ভিডিও দিয়ে ভক্তদের বিনোদনের রসদ জোগান টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
কপালে লাল টিপ, লাল বেনারসি শাড়ি, গলায় মোটা হার,নাকে নথ, একেবারে যেন নতুন কনে। নববধূর বেশে নিজেকে মেলে ধরেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । শ্রাবন্তীর পোস্ট করা ছবিতে মায়াবী চোখের চাহনিতে পাগল হয়েছেন ভক্তরা। বিয়ের সাজে ভিডিও পোস্ট করতে না করতেই জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। টলিপাড়ার সেলিব্রিটি স্টাইলিস্ট রুদ্র সাহার ফোটোশ্যুটে নতুন কনের সাজে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। একাধিক কটুক্তি করেছেন নেটিজেনরা। কেউ বলেছেন, তবে কি চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসছেন নায়িকা, কেউ আবার লিখেছেন, আবারও বিয়ে নাকি, এটা কি চার নম্বর। নেটিজেনদের একজন বলেছেন, ছেলের বিয়ের বয়স হয়ে গিয়েছে অথচ নিজের বিয়ের শখ মিটছে না। আবার একজন বলেছেন,বিয়ের ছবি ছাড়া অন্য কোন ছবি তোলার কাজ নেই হাতে। ট্রোলারদের মধ্যে আবার একজন লেখেন, একমাত্র তুমিই পারবে প্রসেনজিৎ আঙ্কেলকে হারাতে, চার নম্বর বিয়েটা করে নাও এবার। এরকম হাজারো কটুক্তিতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। যদিও কোনও কমেন্টেরই জবাব দেননি নায়িকা।
টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আইনি বিবাহ বিচ্ছেদ না হলেও অভিনেত্রীর তৃতীয় স্বামী রোশন এখন অতীত। তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে। বিচ্ছেদের মধ্যে লাল টুকটুকে কনের সাজে শ্রাবন্তীকে দেখেই বেজায় চটেছেন ভক্তরা। শ্রাবন্তীর প্রেমিকের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। কিন্তু কোনও প্রেমিককেই নিজের কাছে বেশিদিন ধরে রাখতে পারছেন না নায়িকা। এত কিছুর পরেও বিয়ের উপর গভীর আস্থা রয়েছে শ্রাবন্তীর। বাইপাসের ধারে শ্রাবন্তীর আরবানারই বাসিন্দা পেশায় ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গেই নাকি প্রেম করছেন শ্রাবন্তী। তবে অভিরূপকে নিজের বিশেষ বন্ধু বলেই দাবি করেন শ্রাবন্তী। শুধু তাই নয়, সব জায়গাতেই শ্রাবন্তীর সঙ্গী অভিরূপ নাগ চৌধুরী। এবং ঘনিষ্ঠমহলের কাছেও শ্রাবন্তী ও অভিরূপের সমীকরণ অজানা নয়। অভিরূপও নিজেকে শ্রাবন্তীর বিগ ফ্যান বলে দাবি করেছেন। বর্তমানে তারা আবার পেশাদার সম্পর্কেও জড়িত। অভিরূপের কনফেকশনারি কোম্পানির প্রচারের মুখ শ্রাবন্তী। দিনকয়েক আগে অভিরূপের সঙ্গে বিচ্ছেদের জল্পনাও শোনা গিয়েছিল।