সংক্ষিপ্ত
সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) নাম এবার অস্কার পুরস্কারের জন্য মনোনীত হল।
সেই গানের নাম ‘ইতি মা’। পথশিশুদের নিয়ে গাওয়া এই গানে বিশ্বমানের স্বীকৃতি পেলেন শিল্পী ইমন। জানা যাচ্ছে, এবার অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় ৭৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্যালটে স্থান পেয়েছে।
এদিকে গত বছর মোট ১৪৮টি স্কোর নমিনেশন পায়। তালিকা অনুযায়ী গত বছরের চেয়ে মোট পাঁচটি কম গান ঠাঁই পেল এবারের অস্কার তালিকায়। তার মধ্যেই জ্বলজ্বল করছে বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীর সেই বিখ্যাত গান।
উল্লেখ্য, ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত ছবি ‘পুতুল’ছবির গান ‘ইতি মা’। এই গানটি গেয়েছেন শিল্পী ইমন চক্রবর্তী। শিশু দিবস উপলক্ষ্যে এই গানটি মুক্তি পায় গত ১৪ নভেম্বর। আর তারপরেই এত বড় স্বীকৃতির খবর।
এদিকে এই খবর আসতেই ভীষণ খুশি শিল্পী নিজেও। সংবাদমাধ্যমকে ইমন জানিয়েছেন, “আমার খুব ভালো লাগছে। আনন্দ হচ্ছে খুব। আমি এখন 'সারেগামাপা'-র শ্যুটে রয়েছি, তার মধ্যেই ফোনটা পেলাম। অস্কারের টপ ৭৯টি গানের মধ্যে আমার বাংলা গান রয়েছে। এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না।”
শিল্পী আরও যোগ করেছেন, “আমি নিজের থেকেও বেশি খুশি, বাংলা গান নমিনেশন পেয়েছে বলে। অস্কারের থেকে বড় কোনও অ্যাওয়ার্ড আদৌ আছে বলে তো আমার জানা নেই। সেখানে আমার গান কমপিট করছে, এটাই আমার কাছে ভীষণ আনন্দের এবং গর্বের। এই কৃতিত্ব পরিচালক ইন্দিরাদি এবং সঙ্গীত পরিচালক সায়নেরও প্রাপ্য।”
এর আগে গত ২০১৭ সালে ‘প্রাক্তন’ছবির বাংলা গান ‘তুমি যাকে ভালবাসো’-র জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন ইমন চক্রবর্তী। আর এবার নমিনেশন পেলেন একেবারে বিশ্বমঞ্চে।
অন্যদিকে, অস্কার কমিটির দ্বারা গঠিত হয় বিভাগীয় একটি নির্বাচনী দল। সঙ্গীত ক্যাটগরিতে নির্বাচন প্রক্রিয়ার জন্য তৈরি হয়েছে তেমনই একটি দল। তারাই ভোটদানের মাধ্যমে বেছে নেবেন মোট ১৫টি মৌলিক গান ও ২০টি মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোর। আগামী ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রথম রাউন্ডের নির্বাচন। শর্টলিস্টেড অর্থাৎ বাছাই হওয়া গানগুলির নাম ঘোষণা করা হবে আগামী ১৭ ডিসেম্বর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।