সংক্ষিপ্ত
দর্শকদের মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে বাংলা ধারাবাহিক জগদ্ধাত্রী। টিআরপি তালিকায় উপরের দিকেই আছে এই ধারাবাহিক। টান টান পর্ব দর্শকদের আকর্ষণ করছে।
ধারাবাাহিক জগদ্ধাত্রীর গল্পে নতুন মোড়। সমুদ্র সৈকতে জোড়া খুনের কিনারা করেছে জগদ্ধাত্রী। এবার তাকে সামলাতে হচ্ছে মুখোপাধ্যায় পরিবারের অভ্যন্তরীণ গোলমাল। জগদ্ধাত্রী, স্বয়ম্ভু ও কৌশিকীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মেহেন্দি, উৎসব ও বৈদেহী। মেহেন্দি ও উৎসবের এখন লক্ষ্য জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর সম্পর্কে ভাঙন ধরানো। এই কাজ তারা করে চলেছে। জগদ্ধাত্রীর অনুপস্থিতিতে তার কাবার্ডে চিঠি ও গ্রিটিংস কার্ড রেখে দেয় মেহেন্দি ও উৎসব। পোশাক বদলাতে গিয়ে সেই চিঠি ও কার্ড খুঁজে পায় স্বয়ম্ভু। সে চিঠি পড়ে। স্বয়ম্ভু বুঝতে পারে, চিঠি লেখা হয়েছে উৎসবকে। একসময় উৎসবের সঙ্গে জ্যাসের সম্পর্ক ছিল। সেই সময়কার চিঠি এগুলি। রাগে চিঠি ও গ্রিটিংস কার্ড ছিঁড়ে ফেলে স্বয়ম্ভু। সেটা দেখে উল্লসিত হয়ে ওঠে উৎসব ও মেহেন্দি।
এদিকে, জ্যাস আবার গ্রিটিং কার্ডের ছেঁড়া টুকরো দেখতে পায়। সে বুঝতে পারে, এই কার্ড উৎসবের জন্য। ভুল বোঝাবুঝি তৈরি হবে ভেবে মানসিক চাপে পড়ে যায় জ্যাস। সে বুঝতে পারে না, স্বয়ম্ভু কেন এ ব্যাপারে কিছু বলল না। এরই মধ্যে সবার সামনে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুর মধ্যে দূরত্ব তৈরির চেষ্টা করতে থাকে মেহেন্দি। তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে জগদ্ধাত্রী। তার হয়ে কড়া জবাব দেয় কৌশিকী। বৈদেহী আবার মেহেন্দির পক্ষ নিয়ে কৌশিকীকে কড়া কথা শোনায়। তখন কৌশিকী একের পর এক ষড়যন্ত্রের কথা ফাঁস করতে শুরু করে। সে বলে, বৈদেহী চায় স্বয়ম্ভু বলে দিক সে পরিবারের সম্পত্তির ভাগ চায় না। সুভদ্রার সঙ্গে হাত মিলিয়ে কৌশিকীকে বাড়ি ও পারিবারিক ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বৈদেহী। এর জন্য সে সুভদ্রাকে ১ কোটি টাকা দিয়েছে। সে কথা অস্বীকার করে বৈদেহী। তখন কৌশিকী বলে, তাকে যদি ব্যবসা থেকে সরে যেতেই হয়, তাহলে জগদ্ধাত্রীকে তার অংশ দিয়ে যাবে। সে কথা শুনে হতবাক হয়ে যায় বৈদেহী, উৎসব ও মেহেন্দি।
এদিকে, জ্যাসকে হুমকি দিচ্ছে দিব্যা ও তুষারতীর্থ তলাপাত্র। হুমকির মুখে পড়ে মেজাজ হারায় জ্যাস। তাকে শান্ত করার চেষ্টা করে স্বয়ম্ভু। তখন জ্যাস বলে, তারা এখন যে কেসটা নিয়ে কাজ করছে, সেটা নিয়ে তার সন্দেহ হচ্ছে। তার মনে হচ্ছে পুরোটাই আইওয়াশ। সে কথা শুনে স্বয়ম্ভুও চিন্তিত হয়ে পড়ে।
আরও পড়ুন-
ফের বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকার শীর্ষে অনুরাগের ছোঁয়া, দ্বিতীয় জগদ্ধাত্রী
অনীক দত্তর নতুন ছবিতে আবির গোয়েন্দা, পোস্টার ফেরাল সত্যজিৎ রায়ের স্মৃতি
ওটিটিতে ঝড় তুলেছে রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়', দেখুন কেমন ভাবে শুট হয়েছে অ্যাকশন দৃশ্য