সংক্ষিপ্ত

এবার বিচ্ছেদের মুখে দেব- রুক্মিণী! 'আমি সিঙ্গেল' বলতেই জল্পনা তুঙ্গে, কী হয়েছিল?

২০ ডিসেম্বর হাড্ডাহাড্ডি লড়াই হবে দেব ও শুভশ্রীর। এর মধ্যেই কানাঘুঁষু শোনা যাচ্ছে আরও এক খবর। এবার নাকি বিচ্ছেদ হতে চলেছে দেব ও রুক্মিণীর। দিন কয়েক আগেই দেবকে ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে আনফলো করে দেন রুক্মিণী মৈত্র। এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নেটিজেনদের মধ্যে।

তবে কি এবার এই সম্পর্কেও চিড় ধরল দেবের? অনেকেই আবার এই ঘটনাকে প্রচারের কৌশল বলে মনে করেছেন। কিন্তু মিডিয়ার ফোন পাওয়া মাত্র যেন আকাশ থেকে পড়েন রুক্মিণী মৈত্র। তাঁর কথা, সামাজিক মাধ্যম তাঁর টিম দেখেন তাই এটা কোনও টেকনিক্যাল গ্লিচ হতে পারে।

তবে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের দিন হাতে হাত ধরে পৌঁছতে দেখা গিয়েছে দুই তারকাকে। অন্যদিকে সামনে এসেছে আরও একটা খবর। খাদানের প্রচারে গিয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্যামেরায় দেব নিজেকে 'সিঙ্গেল' বলে দাবি করেন তাতেই নাকি ক্ষুব্ধ হয়ে দেবকে আনফলো করেছেন রুক্মিণী বলে খবর।

একটি ছবির প্রচারে গিয়ে রুক্মিণীর বিবাহ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, " আমার কাছে আমার মনের মানুষটা প্রাইমারি। বাকি সব সেকেন্ডারি। আমরা না এখন সোশ্যাল মিডিয়ায় বিয়ের ফোটোটা, তারপর কোথাও ঘুরতে গেলাম সেটাতেই আটকে আছি। আমি সত্যি ভালো আছি, খুশি আছি, কমিটমেন্ট আছি, এটাই দরকার। এই সম্মান, এই কমিটমেন্টটাই দরকার আমার কাছে।"

অন্যদিকে কমিন্টমেন্টের অভাবের কারণেই নাকি দেব ও শুভশ্রীর সম্পর্কের ইতি হয়েছিল বলে জানা যায়। সম্পর্কের ইতি হওয়ার পরে কোনও দিনই সম্পর্ক ভাঙার কারণ জানাননি কেউই। তবে বিয়ের অনীহার কারণেই নাকি দেবের সঙ্গে ছাড়াছাড়ি হয় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।