সংক্ষিপ্ত

কয়েকদিন ধরে পেটে তীব্র ব্যথা অনুভূত হচ্ছিল তার। শ্যুটিং-র মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরই হাসপাতালে ভর্তি বন। জানা গিয়েছে অস্ত্রোপচার হয়ে গিয়েছে তার। অভিনেত্রী জানিয়েছেন, যে রক্তে সংক্রমণ বেড়ে হয়েছিল। তবে অপারেশনের পর তিনি সুস্থ আছেন বলে জানান।

ফের বিপদ টলিপাড়ায়। কালই নিজের অসুস্থতার কথা জানান মধুমিতা সরকার। কাল সকাল সকাল তিনি একটি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের খাটে শুয়ে মধুমিতা। পরনে গোলাপী রঙের পোশাক। হাতে ফোটানো ইনজেকশন। চলছে স্যালাইন। চোখে রয়েছে মোটা প্রেমের চশমা। যা দেখে স্পষ্ট তিনি অসুস্থ। পরে জানান, কয়েকদিন ধরে পেটে তীব্র ব্যথা অনুভূত হচ্ছিল তার। শ্যুটিং-র মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরই হাসপাতালে ভর্তি বন। জানা গিয়েছে অস্ত্রোপচার হয়ে গিয়েছে তার। অভিনেত্রী জানিয়েছেন, যে রক্তে সংক্রমণ বেড়ে হয়েছিল। তবে অপারেশনের পর তিনি সুস্থ আছেন বলে জানান।

এদিকে আজই সকালে জানা যায় হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ চক্রবর্তী। এই কথা শোনার পর চিন্তায় টলিপাড়া। জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রুটিন চেকআপ করতে গিয়েছিলেন রাজ চক্রবর্তী। তখনই তার ইউরিন ইনফেকশন ধরা পড়ে। সেই জন্য আজকের দিনটা হাসপাতালে থাকতে হবে রাজকে। যাবতীয় টেস্ট হবে আজ তার। সব রিপোর্ট ঠিক থাকলে বুধবর ছেড়ে দেবে তাঁকে।

এই প্রসঙ্গে চিকিৎসক জানান, প্রচন্ড দাবদাহের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল পান করেননি রাজ। সে কারণে সামান্য শারীরিক জটিলতা সৃষ্ট হয়েছে। এদিকে সকাল থেকে রাজ চক্রবর্তীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়েন সকলে। তীব্র দাবদাহের মধ্যে প্রায় সকলেই অসুস্থ হয়ে পড়ছেন। তার মধ্য়ে রাজের এমন অসুস্থতার স্বাভাবিক বলে মনে করছেন অনেকেই।

এদিকে কিছু দিন আগে আবার প্রলয়-র কাজ শেষ করেছেন রাজ। শীঘ্রই নাকি এসভিএফ -র প্রযোজনায় নতুন ছবির কাজ শুরু করবেন তিনি। সব ঠিক থাকে সময় মতো শুরু হবে কাজ। এরই মাঝে রাজনীতির কাজ সামলে চলেন তিনি। তিনি বিধায়কের পদে আছেন। সে কারণে সেই কাজও নিয়ে ব্যস্ত থাকেন তিনি। সেই কাজও সামলাচ্ছেন ভালো ভাবে। এরই মাঝে এই গরমে অসুস্থ পরিচালক। রুটিন চেকআপ করতে গিয়ে ধরা পড়েছে তার ইউরিন সংক্রমণের কথা। সে যাই হোক, আপাতত চিন্তার কোনও বিষয় নেই।

এদিকে গরমের কারণে প্রায়শই অসুস্থ হয়ে পড়ছেন সকলে। ক্রমে বাড়ছে গরমের দাবদাহ। সে কারণে অনেকেরই শরীরে দেখা দিচ্ছে জটিলতা। এই সময় সুস্থ থাকা যেন কঠিন চ্যালেঞ্জ। তাই প্রয়োজন সকলের সতর্ক থাকা। তবেই মিলবে উপকার।

 

আরও পড়ুন

শেহনাজকে বিয়ের পরামর্শ দিলেন সলমন, দেখে নিন কপিল শর্মার শো-তে এসে কী বললেন ভাইজান

আল্লাহর কৃপায় বাড়ছে উচ্চতা, জানালেন বিগ বস ১৬-র বামন প্রতিযোগী আবদু রোজিক

নো মেকআপ লুকে রিভার রাফটিং রচনা বন্দ্যোপাধ্যায়ের, উত্তাল ঢেউ সামলে তাক লাগিয়ে দিলেন এই অভিনেত্রী