সংক্ষিপ্ত
ফের ইডির কাছে তলব পেয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত! কী বললেন শ্রীলেখা মিত্র?
ফের ইডির কাছে তলব পেয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব পেয়েছেন ঋতুপর্ণা। তবে দেশে নেই অভিনেত্রী। ইউএস থেকে তাঁর দাবি এখনও পর্যন্ত তাঁর কাছে কোনও চিঠি আসেনি।
এর আগেও রোজভ্যালি মামলার কারণে তলব করা হয় ঋতুপর্ণাকে ফের রেশন দুর্ণীতি মামলায় ইডি তাঁকে ডেকে পাঠালেই তাঁকে খোঁচা দিয়েছেন শ্রীলেখা মিত্র।
সম্প্রতি একটি পোস্ট শেয়ার করেছেন শ্রীলেখা। যে পোস্টে লেখা রয়েছে রোজভ্যালি, রেশন অনেক দুর্ণীতিতেই নাম জড়াচ্ছে ঋতুপর্ণার। কিন্তু এই বিষয়ে টলিউড ইন্ডাস্ট্রি একেবারেই নীরব থাকবে। এই মেরুদন্ডহীনতায় নিয়ে এরাই আবার মাঝে মধ্যেই জ্ঞানের যত দার্শনিক উক্তি করে!” এই পোস্ট শেয়ার করেই শ্রীলেখা লিখেছেন, “ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু চুপ”।
তবে এই নিয়ে শ্রীলেখা মিত্রের সঙ্গে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম যোগাযোগ করতে চাইলে তিনি বলেন, " আমাকেই কেন বারবার বলতে হবে? কেন আর কেউ কিছু বলে না? কই আমাকে তো ইডি ডেকে পাঠায় না। "
এর আগেও টলিউডের স্বজনপোষণ নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। তাঁকে বহু কাজ থেকে বাদ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। এবার ফের ঋতুপর্ণাকে ইডির তলব নিয়ে মুখ খুলেছেন শ্রীলেখা। তবে নিজের ওয়াল থেকে পোস্টটি সরিয়ে ফেলেছেন অভিনেত্রী বলে জানা গিয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।