সংক্ষিপ্ত
সম্প্রতি এক সাক্ষাৎকারে কবির সুমন নিজেকে সমকামী বলে দাবি করেছেন এবং ১৬ বছর বয়সে সমকামী ছিলেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন যে এখন তিনি মহিলাদের বেশি পছন্দ করেন।
৭৭ বছর বয়সী সুরকার গীতিকার জনপ্রিয় কবির সুমন, সম্প্রতি যখনই কোনও কথা বলেছেন বারা বার সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হয়েছেন। এর আগে তিনি বারবার মিডিয়াকে বলেছেন যে এই বয়সেও তিনি বিছানায় যেতে সক্ষম। যার জন্য তিনি কম সমালোচিত হননি। যদিও গায়ক পাঁচবার বিয়ে করেছিলেন, তবে কোনও বিয়েই স্থায়ী হয়নি। তার মুখ থেকে বহুবার শোনা গিয়েছে সুন্দরী নারীদের জন্যই তিনি বেঁচে আছেন। তবে এবার নিজেকে সমকামী বলে দাবি করেছেন কবির সুমন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন কবির সুমন। তিনি বলেছিলেন যে ছোটবেলায় তিনি 'সমকামী' ছিলেন। তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় খোলামেলা। আবারও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। অনেকেই আবার তাঁরএই ধরনের মন্তব্যকে পাবলিসিটি স্টান্ট বলে মনে করেন।
কবির সুমন ১৬ বছর বয়সে সমকামী ছিলেন-
কবির সুমন বলেন, 'আমি খুব ছোট ছিলাম, ১৬ বছর বয়সে আমি সমকামী ছিলাম। তারপর আবার, আমি মহিলাদের বেশি পছন্দ করি। এখনও এটা পছন্দ। প্রকৃতপক্ষে, বাংলাদেশের বুয়েট বিশ্ববিদ্যালয়ে ভারতীয় জাতীয় পতাকা অবমাননার ভিডিও ভাইরাল হলে কবির সুমন ফেসবুকে বলেছিলেন, 'পতাকার চেয়ে ভালোবাসা বড়'। এই মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে কবির সুমন নিজেকে সমকামী বলে ঘোষণা করেন।
১৯৬৯ সালে ফার্স্ট ভয়েস অফ আমেরিকাতে কাজ করার সময় তিনি বাংলাদেশি সোফিয়া নাজমা চৌধুরীর ঘনিষ্ঠ হন। ১০ বছর পর দুজনেই দেশে ফিরে কলকাতায় সংসার শুরু করেন। শোনা যায়, নাজমাকে বিয়ে করতে ধর্মান্তরিত হয়েছিলেন তিনি। পরে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর তিনি মারিয়া নামের এক মহিলাকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়েও সুখের ছিল না। মারিয়া ১৯৯০ এর দশকের শেষ দিকে সুমনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন। এরপর মারিয়ার সঙ্গে বিচ্ছেদের আগে তিনি বিয়ে করেন বাংলাদেশের গায়িকা সাবিনা ইয়াসমিনকে। কিন্তু বিবাহবিচ্ছেদ না হলেও বহু বছর ধরেই তাদের বিচ্ছেদ রয়েছে।