সংক্ষিপ্ত

সদ্য মা হয়েছেন শ্রীময়ী। বিয়ের আট মাসের মাথায় মা হওয়ায় নানান কথা শুনতে হয়েছে তাঁদের। এবার রাজনীতিতে আসা নিয়ে মুখ খুললেন কাঞ্চন ও শ্রীময়ী।

ফের খবরে কাঞ্চন ও শ্রীময়ী। সদ্য মা লক্ষ্মী এসেছে তাঁদের ঘরে। বাবা হয়েছেন কাঞ্চন। ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছেন শ্রীময়ী। এই নিয়ে অনেক কথাও শুনতে হয়েছে তাঁদের। বিয়ের আট মাসের মাথায় মা হওয়ায় নানান জনে বলেছেন কুকথা। এবার ফের খবরে কাঞ্চন ও শ্রীময়ী।

সদ্য এক সাক্ষাৎকারে শ্রীময়ী জানান রাজনীতিতে তিনি কবে যোগ দেবেন। শ্রীময়ী বলেন, আমি তো কোনও রাজনীতি বুঝি না। আমার সিলেবাসেও ছিল না। আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্রীও ছিলাম না। আমি চাই সাদামাটা জীবন যাপন করতে। আমি এখন অভিনয় করছি। কিন্তু, অভিনেত্রী হব কোনওদিন ভাবিনি।

এদিকে রাজনীতিতে আসা নিয়ে বিশেষ মন্তব্য করলেন কাঞ্চন। তিনি বলেন, আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছিলেন। আমিও তাঁকে ভালোবাসতাম। তাই আমি এসেছিলাম। তিনি যদি বলেন তোমার দরকার নেই। তাহলে দরকার নেই। আমি চেয়ার বা চেয়ারম্যান হতে আসিনি। যে সময় তাঁকে ছেড়ে সবাই বেরিয়ে যাচ্ছিলেন সেই সময় তিনি আমাকে বলেছিলেন আসার কথা। আমার মনে হয়েছিল যা উচিত। ছিলাম। এখন যদি মনে হয় আর দরকার নেই, কাজ ফুরিয়ে গিয়েছে, আমার তাতে কোনও অসুবিধা নয়। আমার কাছে কোনও আহ্বানও নেই, বিসর্জনও নেই।

সে যাই হোক, অনেকে মনে করছেন এবার রাজনীতিতে যোগ দিতে পারেন শ্রীময়ী। তাঁর কথায় এমনই মিলেছে ইঙ্গিত। এখন সময় বলবে সে সত্যিই রাজনীতিতে যোগ দেয় কি না। এবার ফের বিতর্কীত মন্তব্য করে খবরে এলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টোরাজ।