যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের সম্পর্কে টানাপোড়েনের খবর রটেছে। তাঁদের বিচ্ছেদের পেছনে নাকি এক তৃতীয় ব্যক্তি জড়িত, কে এই ব্যক্তি?
নতুন গুঞ্জন অনুযায়ী, টলিপাড়ায় শোনা যাচ্ছে যে যশ দাশগুপ্ত ও নুসরত জাহান এখন আর এক ছাদের নিচে থাকছেন না। তাঁদের সম্পর্কের শুরু থেকেই বিয়েটা নিয়ে ধোঁয়াশা ছিল—কবে বিয়ে হয়েছে, আদৌ হয়েছে কি না, এসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর কখনও মেলেনি। তবে এখন খবর রটেছে যে তাঁরা আলাদা হয়ে গেছেন। এমনও শোনা যাচ্ছে, তাঁদের এই বিচ্ছেদের পেছনে নাকি একজন তৃতীয় ব্যক্তি জড়িত।
যশ দাশগুপ্তের ইনস্টাগ্রাম স্টোরির একটি ক্যাপশন ঘিরে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তিনি নীল জলের মাঝে ভেসে চলেছেন, আর ক্যাপশনে লেখা—
"Since forever isn’t Forever, Let’s Vibe till Whenever…"
মে মাসে যশের ছবি আড়ি মুক্তি পাওয়ার পরপরই তিনি ছেলে রেয়াংশকে সঙ্গে নিয়ে ছুটি কাটাতে থাইল্যান্ডে চলে যান। একই সময়ে নুসরতও ঘুরতে বেরিয়ে পড়েন—তাঁর গন্তব্য ছিল মুম্বই, সঙ্গে ছিলেন ছেলে ঈশান ও পরিবারের অন্যান্য সদস্যরা।
এই ভিন্ন ভ্রমণ পরিকল্পনার মধ্যেই আরও একটি বিষয় নজরে আসে—যশ ও নুসরত একে অপরকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দেন। পরে বিতর্ক বাড়লে নুসরত আবার যশকে ফলো করতে শুরু করেন, তবে যশ এখনও নুসরতকে ফলো করেননি।
টলিপাড়ায় এখন সবচেয়ে আলোচিত বিষয় যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের সম্পর্কের টানাপোড়েন। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, তাঁদের দূরত্বের পেছনে তৃতীয় একজনের ভূমিকা রয়েছে বলে জল্পনা চলছে, আর সেই ব্যক্তি হলেন যশের প্রাক্তন ও ব্যক্তিগত ম্যানেজার পুনম ঝা
যশের ডিভোর্সের পর পুনম ঝা তাঁর বড় ছেলে রেয়াংশকে মাতৃস্নেহে বড় করেছিলেন। যশ ও নুসরত কাছাকাছি আসার পর পুনম যশের থেকে দূরত্ব বজায় রাখলেও, রেয়াংশের সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতোই ছিল।
রেয়াংশ থাকত যশের মা-বাবার কাছে, আর সেই ফ্ল্যাটে পুনমের যাতায়াত ছিল, যা জানার পর নুসরত কষ্ট পেয়েছেন।
আরও জানা গেছে, যশ যখন মুম্বইয়ে ইয়ারিয়া ২ ছবির কাজে গিয়েছিলেন, তখনও পুনম তাঁর সঙ্গে ছিলেন। নুসরত চান পুনম যেন যশের ব্যক্তিগত জীবন থেকে সরে দাঁড়ান, যদিও তিনি রেয়াংশের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। তবে যশ এখনও পুনমের ওপর পেশাগতভাবে নির্ভরশীল এবং ছেলের সঙ্গেও তাঁর সম্পর্ক রাখতে চান।
এই ঘটনার জটিলতা আরও বেড়েছে যশের হিন্দি ছবি ইয়ারিয়া ২-এর সময়কার একটি তথ্য সামনে আসায়। বিভিন্ন সূত্রে জানা গেছে, যশ যখন মুম্বইয়ে ছবির শুটিংয়ে গিয়েছিলেন, তখন তাঁর সঙ্গে ছিলেন পুনম ঝাও।
নুসরত নাকি এই খবর জানার পর আরও বিচলিত হন। তিনি চান, পুনম যদি রেয়াংশের সঙ্গে সম্পর্ক রাখতে চান, সেটা ঠিক আছে, কিন্তু যশের ব্যক্তিগত জীবন থেকে যেন তিনি নিজে সরে দাঁড়ান।
অন্যদিকে, যশও চান না তাঁর ছেলে পুনমের থেকে দূরে থাকুক। পাশাপাশি, পেশাগত দিক থেকেও তিনি এখনও পুনমের ওপর অনেকটাই নির্ভরশীল।
সব মিলিয়ে, পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। তবে ঈশানের কথা মাথায় রেখে যশ ও নুসরত দুজনেই নাকি বিষয়টি শান্তিপূর্ণভাবে মিটিয়ে নিতে আগ্রহী। এখন দেখার বিষয়, ভবিষ্যতে এই সম্পর্ক কোন দিকে মোড় নেয়।


