সংক্ষিপ্ত

বাংলাদেশে তেরঙ্গা অবমাননার ঘটনায় কবীর সুমন কবিতার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। তিনি পতাকার প্রকৃত রূপ তুলে ধরে, প্রেম ও মানবতার গুরুত্ব উপস্থাপন করেছেন।

সারা বিশ্ব জুড়ে চলছে বিক্ষোভ। হিন্দু নিপীড়ন নিয়ে উত্তাল বাংলাদেশে। ভাইরাল হল তেরঙ্গা অবমাননার ছবি। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, বিশ্ব বিদ্যালয়ের গেটের সামনে করা ভারতের পতাকা। এমনভাবে তা আঁকা যে কেউ বিশ্ব বিদ্যালয়ে প্রবেশ করতে গেলে তাকে পা দিয়ে যেতে হবে। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।

সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা গিয়েছে পোস্টের ছড়াছড়ি। দুই বাংলার জনপ্রিয় সঙ্গীতকার কবীর সুমন এই নিয়ে করল বিশেষ পোস্ট। পর পর দুটি পোস্ট করেছেন গায়ক। যা মুহূর্তে হল ভাইরাল। পতাকা নিয়ে গান বাঁধলেন গায়ক। বললেন, পতাকায় নয় কিছুই শুরু/ পতাকায় নয় শেষ।

তিনি লিখেছেন, পতাকার চেয়ে বড় ফেলানির বুক

সেটা তাক করেছিল কার বন্দুক।

কাঁটাতারে ঝুলছিল মেয়েটা আমার

দেশের বুলেট দেশপ্রেমের খামার।

কার দেশ কার ফ্ল্যাগ করা কাঁটাতার

কোথায় রইল বুলে ফেলানি আমার।

পরের জন্মে মেয়ে আমি আর তুমি

ফ্ল্যাগহীন কোনও দেশে খুঁজে পাব ভূমি।

পরের আরেকটা পোস্টে পতাকার প্রকৃত রূপ উঠে এসেছে কবীর সুমনের লেখনীতে। তিনি আরেকটা পোস্টে লেখেন, কোন পতাকায় লাথি দেয় কেউ

কোন পতাকায় ফুল

আমার প্রেমের পতাকা তোমার

এলোমেলো হওয়া চুল

পতাকায় নয় কিছুই শুরু

পতাকায় নয় শেষ

আমিই ভারতবর্ষ প্রিয়া

আমিই বাংলাদেশ।

সোশ্যাল মিডিয়া পোস্ট করে খবরে এলেন গায়ক কবীর সুমন। তাঁর পোস্ট নজর কাড়ল সকলের। বাংলাদেশের ঘটনায় তোলপাড় হচ্ছে সর্বত্র। সারা বিশ্ব জুড়ে চলছে বিক্ষোভ। বাংলাদেশে বিপদের মুখে হিন্দু সংখ্যালঘুরা।