সংক্ষিপ্ত

"ড্রাইভারের সঙ্গে যেন কীসব বাধিয়েছিলেন" শ্রীলেখাকে নাম নিয়ে আক্রমণ করলেন কুণাল ঘোষ! ঠিক কী হয়েছিল ২০০৪ সালে?

আরজিকরকাণ্ডের পরে একাধিকবার সমালোচিত হয়েছেন কুণাল ঘোষ। সরাসরি একাধিক তারকাকে নিয়ে আক্রমণ করেছেন কুণাল। সরাসরি আক্রমণ করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, মৌসুমী ভট্টাচার্যকে। এবার বাদ গেলেন না শ্রীলেখা মিত্রও।

বেশ কয়েকদিন আগে কুণাল ঘোষের একটি পোস্ট শেয়ার করেল শ্রীলেখা লেখেন, "এই লোকটি কেন? উনি কি এই পৃথিবীর উপর অতিরিক্ত বোঝা নন?"

এবার বোধহয় এই পোস্টের জন্যেই শ্রীলেখাকে আক্রমণ করেছেন তৃণমূল নেতা। অভিনেত্রীর এই পোস্ট শেয়ার করার একদিন পরে তৃণমূল মুখপাত্র কারও নাম না করেই একটি পোস্ট শেয়ার করলেন তিনি। তাতে লিখেছেন, " দেয়া নেয়া বা ছদ্মবেশী ছবিতে ড্রাইভারের ছবিতে কী অপূর্ব অভিনয় করেছিলেন মহানায়ক উত্তমকুমার। তাতে অনুপ্রাণিত হয়ে নিজের ড্রাইভারের সঙ্গে যেন কীসব বাধিয়েছিলেন এক বিপ্লবী অভিনেত্রী। জল বহুদূর গড়ায় সেবার। কাগজেও বেরিয়েছিল। কপালে যে কী-লেখা!!!"

এরপরেই হইচই শুরু হয়ে যায় নেট মাধ্যমে। কাকে নিয়ে এমন কথা বললেন কুণাল ঘোষ তা জানতে রীতিমতো মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স।

এই রহস্যের উন্মোচন হয় কুণাল বাবুর কমেন্টবাক্স থেকেই। সেখানেই এক অনুরাগী লেখেন "বিশ্রীলেখা"! আবার অন্য একজন প্রশ্ন করেন, "ইনি কে! কিছুই তো বুঝলাম না"।

কিন্তু ঠিক কী হয়েছিল শ্রীলেখার তাঁর ড্রাইভারের সঙ্গে?

বেশ কয়েক বছর আগে রবিন নামে শ্রীলেখার এক ড্রাইভার ছিলেন। কিন্তু কোনও একটি বিশেষ কারণে তাকে কাজ থেকে বরখাস্ত করেন শ্রীলেখা। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী জান যায়, রবিন চেয়েছিলেন শ্রীলেখা তাকে বিশ্বাস করে কাজে রাখুন। যার জন্য বহুবার দলবল নিয়ে অভিনেত্রীর সেটে গিয়েও তাঁকে বিরক্ত করেছে রবিন। বারবার বিভিন্ন নম্বর থেকে ফোন করেও বিরক্ত করত অভিযুক্ত বলে জানা গিয়েছে।

শেষ পর্যন্ত অভিনেত্রী লেক থানায় হয়রানির অভিযোগ দায়ের করেন যার জিডি এন্ট্রি নম্বর 1180।