সংক্ষিপ্ত

সনোজকুমার মিশ্র পরিচালিত দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবি মুক্তিতে হাইকোর্ট হস্তক্ষেপ করেনি। এবার এই ছবির উদাহরণ টেনে টলিউডের কলাকুশলীদের দুষলেন কুণাল ঘোষ।

শুক্রবার অর্থাৎ আজই মুক্তি পাচ্ছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। ছবির মুক্তি আটকাতে আগেই হাইকোর্টে মামলা হয়েছে। কিন্তু, সনোজকুমার মিশ্র পরিচালিত এই ছবি মুক্তিতে হাইকোর্ট হস্তক্ষেপ করেনি। এবার এই ছবির উদাহরণ টেনে টলিউডের কলাকুশলীদের দুষলেন কুণাল ঘোষ।

কুণাল ঘোষ লেখেন, মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা এমন কিছু রাজনৈতিক ছবি তৈরি করেন যা সমাজে বিজেপির পক্ষে ন্যারেটিভ গড়ে তোলে। এবার তো বাংলা নিয়েও কুৎসার ঝুলি আসছে। অথচ টলিগঞ্জের বাবু বিবিরা, যাঁরা মমতাদির পাশে, দলে, মঞ্চে, ছবির ফ্রেমে থাকেন, তাঁরা নিজেদের ভাবমূর্তি গড়তে, পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। মুখ্যমন্ত্রীর জীবন নিয়ে ছবি তৈরি করে জনমানসে তৃণমূলের পক্ষে সদর্থক বার্তা দেওয়ার কথাও টালিগঞ্জ ভাবে না। … টালিগঞ্জের কলাকুশলীরা দিদির পাশে ছবি দিয়ে নিজেদের গুরুত্ব বৃদ্ধি করেন, কিন্তু মমতাদির বয়োপিক বা তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে, এমন কোনও সিনেমা তৈরি করার কথা ভাবেন না। দলের সুসময়ে এঁরা হাত নেড়ে সামনে থাকেন। কিন্তু, দল একটু বিতর্কিত ইস্যুতে পড়লেই এঁরা মুখবন্ধ করে দেন। সামনে থেকে মানুষকে বোঝানোর কাজে এঁদের পাওয়া যায় না। দল না বললে কর্মসূচিতও পাওয়া যায় না।

দ্য ডায়েরি অফ ওয়েসট বেঙ্গল ছবির নাম করে বলেন, বাংলাকে কুৎসিত আক্রমণ করে ছবি আসছে, দেশ-বিদেশে বাংলার ভাবমূর্তি খারাপ করার চক্রান্ত চলছে, টালিগঞ্জের কলাকুশলীরা কি তা জানেন না? অথচ এঁরা তার পাল্টা কিছু করবেন না, করতে চাইবেন না। এঁরা দলের বোঝা।

একাধিক তারকা রয়েছেন তৃণমূল দলে। কেউ কেউ ভালো পদও অধিকার করে আছেন। কুণালের ইঙ্গিত যে তাদের দিকেই তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।