সংক্ষিপ্ত

টান টান চুল বাঁধা, হাতে পোড়ার ক্ষত। গালে কাটা দাগ। গায়ে খাকি পোশাক। সাংসদ-অভিনেত্রী কি তবে পর্দায় প্রশাসনের কর্তাব্যক্তি?

‘গানের ওপারে’, ‘বাপি বাড়ি যা’, ‘ক্রিসক্রস’-র বহু দিন পরে আবার একত্রে মিমি চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী। তাঁদের সঙ্গী সুস্মিতা চট্টোপাধ্যায়। ফেব্রুয়ারি মাসে কথা ছিল, ১ জুলাই তিন জনে বড় পর্দাজুড়ে থাকবেন। তারিখ পিছিয়ে ডিসেম্বর। কারণ? নরম রোদ গায়ে মেখে শীতে গা ঘামাতে বেশি ভাল লাগে। তাই ২ ডিসেম্বর ময়দানে অরিন্দম শীলের তিন ‘খিলাড়ি’। ছবি ‘খেলা যখন’। গুরু নানকের জন্মদিনে ছবির পোস্টার প্রকাশ্যে। সেখানেই বন্দুক হাতে অর্জুন। টান টান চুল বাঁধা, হাতে পোড়ার ক্ষত। গালে কাটা দাগ। গায়ে খাকি পোশাক। সাংসদ কি তবে পর্দায় প্রশাসনের কর্তাব্যক্তি? মুখ খুলতে চাননি পরিচালক। তবে টলিউড বলছে, এ বার নাকি পর্দায় জোর ‘খেলা হবে’!

ছবিতে মিমির মতোই সম্পূর্ণ ভিন্ন লুকে দেখা যাবে সুস্মিতাকেও। এই ছবিতে তাঁর চুলে ফ্রিঞ্চ কাট। চোখে গোল ফ্রেমের চশমা। পিঠে ব্যাগপ্যাক। নায়িকাকে এই ছবিতে অ্যাকশনে দেখা যাবে, এমনটাই খবর। আরও শোনা যাচ্ছে, এই ছবিতে মিমি বেশি রূপটান নিয়ে অভিনয় করেননি। কলকাতার পাশাপাশি ছবির শ্যুট হয়েছে বারিপদার রাজার বাড়ি, ওড়িশায়। সেখানে সাংসদ-তারকাকে প্রস্থেটিক রূপটানে ক্যামেরার মুখোমুখি হয়েছেন। ছবির নামে ‘খেলা’ শব্দটি রয়েছে। অরিন্দম নিজেও শাসকদল ঘনিষ্ঠ। কোনও ভাবে ছবিটি রাজনৈতিক গন্ধমাখা? ঘনিষ্ঠ সূত্র বলছে, ছবিতে রাজনীতির ‘র’-ও নেই। বরং অরিন্দমের পছন্দের জঁর রহস্য-রোমাঞ্চ ঠাসা। মিমির চরিত্রের নাম ‘ঊর্মি’। কোনও এক দুর্ঘটনায় কোমায় চলে যাবে সে। দীর্ঘ দিন পরে ঘুম ভাঙতেই ‘ঊর্মি’র লড়াই তার জীবনের অতীত-বর্তমানের সঙ্গে। রহস্য আরও আছে। মিমি-সুস্মিতা কি পর্দায় দিদি-বোন? ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই রহস্যও এক্ষুণি ভাঙা যাবে না।

 

 

ছবিতে আগে বলা তিন তারকা অভিনেতা ছাড়াও থাকছেন বিখ্যাত গায়ক হরিহরণের ছেলে কর্ণ হরিহরণ। থাকবেন জুন মালিয়া, অলকানন্দা রায়, অভিনেতা বরুণ চন্দ, অর্ণ মুখোপাধ্যায় প্রমুখ। এই প্রথম কোনও ছবিতে বিধায়ক জুন মালিয়া এবং সাংসদ মিমি এক সঙ্গে কাজ করবেন। ছবির সুরকার পণ্ডিত বিক্রম ঘোষ। ছবির প্রযোজনায় ক্যামেলিয়া প্রোডাকশানস, এসভিএফ এবং পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়, রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। প্রায় তিন বছর আগে এই ছবির শ্যুট শুরু হওয়ার কথা ছিল। অতিমারি সহ নানা কারণে বারেবারে পিছিয়ে যায় ছবির তারিখ। অতিমারি, লকডাউন শেষ হতেই ২০২১-এর অগস্টে ছবির শ্যুট শুরু হয়। কলকাতার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি ছবির শ্যুট হয়েছে দক্ষিণ কলকাতার প্রথম সারির শপিং মলেও।

আরও পড়ুন- 
আগের মতোই ফের এক ফ্রেমে মিমি-শুভশ্রী! নুসরতের ‘বোনুয়া’র ‘শুভ’ প্রত্যাবর্তন? 
‘মনখারাপ করবেন না স্যর, পাড়ার কাকাদের দেখে ছোটরা আর সিগারেট লুকোয় না’, কলমে টোটা 
‘তাড়াতাড়ি সুস্থ হও ঐন্দ্রিলা, তোমাকে-সব্যসাচীকে দেখেই ভালবাসায় বিশ্বাস ফিরেছে’, বাংলাদেশ থেকে নূর