সংক্ষিপ্ত
ফের খারাপ খবর বিনোদন জগতে। প্রয়াত হলেন মুনমুন সেনের স্বামী। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ভরত দেব বর্মা। ৭০ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। ইতি ঘটল মুনমুন সেন ও ভরত দেব বর্মার দাম্পত্যে। মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ভরত দেব বর্মা। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৩।
সকাল থেকেই শারীরিক অবস্থা অবনতি হতে থাকে ভরত দেব বর্মার। দ্রুত ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া প্রস্তুতি শুরু হয়। অ্যাম্বুলেন্স আসার আগেই বাড়িতেই প্রয়াত হন ভরত দেব বর্মা। বাবা হারালেন রিয়া ও রাইমা।
দুই মাস আগেই বাবার জন্মদিনে আদুরে পোস্ট করেছিলেন রাইমা। বাবা তাঁর চোখে রকস্টার এবং সেরা বাবা বলে জানান।
১৯৭৮ সালে ২৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন ভরত দেব বর্মা ও মুনমুন সেন। একবার মুনমুন সেন বলেছিলেন, আমাদের প্রথম দেখা একটা বিয়ে বাড়িতে। আমার এক বান্ধবীকে ডেট করতে এসেছিলেন ভরত। কিন্তু, ঘটনাচক্রে মুনমুন সেনকে তাঁর বাড়ি পৌঁছে গিতে গিয়েছিল ভরত। তারপর নানান ঘটনার তাদের সম্পর্ক ও বিয়ে।
ভরত দেব বর্মাকে দেখে মুনমুন সেনের প্রথম প্রতিক্রিয়া ছিল, দেখেই মনে হয়েছিল, বাহ, ছেলেটি খুব ভালো.. পুরো ম্যারেজ মেটেরিয়াল।
সব মিলিয়ে আজ দুঃখের খবর বিনোদন জগতে। প্রয়াত হলেন প্রখ্যাত অভিনেত্রীর স্বামী। বাব হারালেন রাইমা ও রিয়া। মঙ্গলবার সকালে অসুস্থ বোধ করেন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু, অ্যাম্বুল্যান্স আসার আগেই প্রয়াত হন।