বাঙালি কন্যা এবার অস্কারের দৌঁড়ে । অভিনেত্রী প্রিয়ঙ্কা দে অভিনীত 'শ্যাম সিংহ রায়' । সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই শেয়ার করেছেন প্রিয়ঙ্কা দে। কোভিডের কিছুদিন আগে থেকেই তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি-তে পা রেখেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা। এই মুহূর্তে তাঁর হাতে রয়েছে একাধিক প্রজেক্ট । নানির এই ছবিতেই পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ঙ্কা দে। নানি অভিনীত 'শ্যাম সিংহ রায়' গত বছরের ২৪ ডিসেম্বর প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে। বক্স অফিসেও দারুণ হিট হয়েছে এই ছবি।