ইতিমধ্যেই বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করে তিনি দর্শকদের মন জিতে নিয়েছেন। টেলিভিশনের দর্শকদের কাছে খুব জনপ্রিয় মিশমি দাস। এবার মিশমি ভক্তদের জন্য খারাপ খবর। হাসপাতালে ভর্তি রয়েছেন মিশমি দাস। করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে কোভিডের লড়াইয়ের কথা এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন মিশমি দাস। অভিনেত্রী জানিয়েছেন, এই জার্নিটা ভীষণ ট্রমাটির। সমস্ত মানুষকে সাবধান করে মিশমি জানিয়েছেন, আমরা সবাই এখনও পর্যন্ত করোনা ভাইরাসকে বড্ড হালকা ভাবে নিচ্ছি , কারণ কমবেশি প্রত্যেকেই আমরা ভ্যাক্সিনেটেড। তবে এই ভাইরাস কিন্তু এখনও মৃত্যু ডেকে আনতে পারে।