মিঠাই সিরিয়ালের জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। আর এই সিরিয়ালের হাত ধরে এখন ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছে ,সিড, মিঠাই, দিদিয়া, নীপা-দের মতো চরিত্রগুলো। সম্প্রতি মিঠাই সিরিয়ালের দুই চরিত্র সিড এবং দিদিয়া-র রিয়াল লাইফের জীবন সোশ্য়াল মিডিয়ায় আঁতসকাচের তলায়। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের এই মোরাল পুলিশিং বারবার বিতর্ক তৈরি করছে। এবার সিড ওরফে আদ্রিত রায়-এর সঙ্গে ব্যক্তিগত জীবনে তৈরি হওয়া বিতর্ক নিয়ে মুখ খুলেছেন দিদিয়া ওরফে কৌশাম্বি চক্রবর্তী।