'হু ইজ কেকে', প্রশ্ন তুলেছিলেন রূপঙ্কর। গত কয়েক দিনে ওই কথাটাই ট্রেন্ড করছে। উত্তর দিয়েছে 'বাঙালি', উত্তর দিয়েছে কলকাতা। সবাই ওই হ্যাস ট্যাগেই, অশ্রাব্য গালাগাল ফেরাচ্ছেন গভীরে যাও-র গায়ককে। 'কেকে-টা কে', গত ৭২ ঘন্টায় রূপঙ্করকে সবাই বুঝিয়ে দিয়েছে বলেই দাবি বাংলার। খুনের হুমকি পর্যন্ত পেয়েছেন নাকি রূপঙ্কর। এবার কথা হচ্ছে, রূপঙ্করের উপর বয়ে যাওয়া ঘূর্ণিঝড় , তার মেয়ের মনের উপরেও প্রভাব ফেলছে। এভাবে কি কেউ 'বাবা'কে দেখতে পারে, সামনে যে তার বোর্ডের পরীক্ষা। কী হবে, মেয়ের কথা ভেবে গভীর চিন্তায় রূপঙ্করের স্ত্রী।