সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে ভক্তদের ঘুম উড়িয়েছেন মনামী । পায়ে লাল স্টিলেটো, লাল লেদার শর্ট ড্রেস, খোলা চুলে চোখের ইশারায় ঘুম কেড়েছেন মনামী। বলিউডের জনপ্রিয় ছবি কভি খুশি কভি গম-এর আইকনিক পু-এর ডায়লগে ঠোঁট মেলাতে দেখা গেল মনামীকে। রেড হট লুকে লেডি কিলার মনামীকে দেখে ঘুম উড়েছে ভক্তদের।