সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি হট ফোটোশ্যুটের ভিডিও শেয়ার করেছেন পায়েল সরকার, যেখানে অভিনেত্রীর ফ্যাশন স্টেটমেন্ট নজর কেড়েছে ভক্তদের। হাই থাই স্লিটে উপচে পড়ছে ভরা যৌবন। কালো লং গাউন, গলায় হিরের নেকলেস, হাতে হিরের ব্যাঙ্গেলস, শর্ট হেয়ারকাট পায়েলকে দেখে ঘুম উড়েছে ভক্তদের। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ফ্যাশন ছবির গান বাজছে। পায়েলের এই লুক দেখে ফ্যাশন-এর কঙ্গনা রানাউতের কথা মনে পড়ে যাচ্ছে সকলের। ফ্যাশন কুইন কঙ্গনাকে এবার টেক্কা দিলেন বঙ্গতনয়া পায়েল।