একের পর এক হিট গান বাঙালি শ্রোতাদের উপহার দিয়েই চলেছেন ইমন চক্রবর্তী। তবে গানের মধ্যেই থেমে নেই তিনি। সম্প্রতি সংঙ্গীতের আসরে বিচারকের মঞ্চেও দেখা গিয়েছে ইমন চক্রবর্তীকে। তার সুরের জাঁদুতেই মুগ্ধ বাচ্চা থেকে বড় সকলেই। বাংলার বাইরেও প্রচুর ভক্ত রয়েছে ইমনের। এহেন জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তীকে এবার চরম অপমানের মুখে পড়তে হল। তবে কারা করলেন এমন ঘটনা, যা নিয়ে আর কোনও লুকোছাপা নয়, বরং সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভে এসে নিজেই বোমা ফাটালেন টলি গায়িকা।