গীতাকে টপকে এগিয়ে গেল ফুলকি! দেখে নিন টিভি সিরিয়ালের রেটিং যুদ্ধে কে এগিয়ে?এই সপ্তাহে টিভি সিরিয়ালের রেটিং যুদ্ধে ফুলকি টপকে গেল গীতাকে। আন্দোলনের মধ্যেও টিআরপি তালিকায় শীর্ষস্থান দখলের লড়াইয়ে ফুলকি এগিয়ে। প্রথম তিনে রয়েছে ফুলকি, গীতা এলএলবি, নিম ফুলের মধু।