সংক্ষিপ্ত
বেশ কিছুদিন ধরে খবরে টলি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ক্যামেরা বা উপস্থিত লোকজনের তোয়াক্কা না করে একটি যুবকের ওপর চোটপাট করছেন নায়িকা। এই ভিডিও ভাইরাল হতেই নানান প্রশ্ন উঠেছে। কেউ প্রশ্ন করেছেন কোথায় ঘটেছে এই ঘটনা? আবার কেউ বলেন কী এমন ঘটেছে যে এমন পদক্ষেপ নিলেন নায়িকা? তেমনই কেন তিনি এত চোটে গেলেন?
এই সবের উত্তর দিলেন নায়িকা। এক সংবাদমাধ্যমে এই নিয়ে এক সাক্ষাৎকার দেন। সেখানে বলেন, ঘটনার বয়স ২ মাস। এই শীতে অসমে গিয়েছিলেন নায়িকা। উদ্দেশ্য ছিল মাচা শো। এরকমই এক শো-এ হাজির হতেই জনতা তাঁকে ঘিরে ফেলে। তিনি বলেন, ব্যবস্থাপনা একেবারেই ভালো ছিল না। হঠাৎই ভিড় এতে একটা হাত তাঁর দিকে এগিয়ে আছে। অশ্লীল ভাবে ছোঁয়ার চেষ্টা করে। তিনি বলেন, ‘আমার দুই হাত বুকের কাছে ছিল। নয়তো ওর উদ্দেশ্য ঠিক কী তা আশা করি বুঝতে পারছেন। সে সময় আর কিছু মাথায় ছিল না। হাতটা ধরে পাল্টা চড়-ঘুষি মেরে দিই। কী করব বলুন। তারকা তো পরে, আগে তো আমি একজন মেয়ে।… আমাকে পাঁচটা মানুষ চেনেন, আমার সঙ্গে যদি এমনটা ঘটতে পারে, তবে সাধারণ মেয়েদের কত না অসুবিধের মধ্যে যেতে হয়। ওউ কারণেই প্রতিবাদটা দরকার। অসভ্যতা করতে এলে পাল্টা মারো, যেমনটা আমি করেছি।
এভাবেই সকলের সামনে সত্য জানালেন নায়িকা। জানালেন মাচা শো-তে গিয়ে কী হেনস্থা হতে হয় তাঁকে। যার প্রতিবাদ করেছেন নায়িকা। এক যুবক বাজে ভাবে তাঁকে স্পর্শ করার চেষ্টা করে। যার প্রতিবাদ করেন তিনি নিজেই। ক্যামেরা বা উপস্থিত লোকজনের তোয়াক্কা না করে একটি যুবকের ওপর চোটপাট করছেন নায়িকা। তাঁকে মারধর করে। চড়-ঘুষি মারে যুবক। এই ঘটনার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।