বিদায় ২০১৯, স্বাগত ২০২০। পুরোনো একটা গোটা দশক শেষ। আবার একটা নতুন দশকের শুরু। ইংরেজি বছরকে স্বাগত জানিয়েছে গোটা বিশ্ব। আর সেই আনন্দে প্রত্যেকেই নিজেদের পরিবার, বন্ধুবান্ধব সকলকে নিয়ে মেতে উঠেছে। টলি থেকে বলি সবাই নিজেদের স্টাইলে বর্ষবরণ উৎসব উদযাপনে মেতে উঠেছে। বর্ষবরণের নয়া ট্রেন্ডে বেশ বাজিমাত করেছে প্রত্যেকেই। বি-টাউনের মতো টলি ইন্ডাস্ট্রিও সমানে সমানে চলেছে। নিজের বয়ফ্রেন্ড হোক বা স্বামী প্রত্যেকেই নিজের সঙ্গীকে চুমু খেয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। বর্ষবরণের নতুন ট্রেন্ডে বলি-টলির নয়া চমক দেখে নিন একনজরে।