টলি ইন্ডাস্ট্রির সহ অভিনেতা হিসেবে পা দিয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। আজ ৪৭-এ পা দিলেন রুদ্রনীল। তার কেরিয়ারের উত্থানটা যেন চোখে পড়ার মতো। টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি বাংলা সিনেমাতে আসা আর তারপরেই নিজের জমি যেন পাঁকিয়ে নিয়েছেন অভিনেতা। আর অভিনয়টা যে তার সহজাত তা তিনি প্রমাণও দিয়েছেন একবার নয়, একাধিকবার। শুধু বাংলা নয়,তার পাশাপাশি হিন্দি, কন্নড়, মালয়ালম ছবিতে তিনি নিজেকে প্রমাণ করে দিয়েছেন। টলি ইন্ডাস্ট্রিও এতদিনে বুঝে গিয়েছে তিনি লম্বা রেসের ঘোড়া। তার কেরিগ্রাফও উর্ধ্বগগনে। জন্মদিনে দেখে নেওয়া রুদ্রনীলের টলি-বলি ময়দানের একঝলক।